Chlorpyyriphos50%+Cypermethrin5%Ec সমস্ত ধরনের কীটপতঙ্গ কে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন।

Описание к видео Chlorpyyriphos50%+Cypermethrin5%Ec সমস্ত ধরনের কীটপতঙ্গ কে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন।

কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "ক্লোরপাইরিফস50%+সাইপারমেথ্রিন5% ইসি" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।

সতর্কতাঃ কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।


বাণিজ্যিক নাম:- ৫৫ % ই.সি. - নুরকোম্বি ( কেমিনােভা ) , উল্কা ( বায়ােস্টাড ) , নুরেল - ডি ( ডাও ) , এনাকোন্ডা -৫০৫ ( এমকো ও হিম্যান ) , হামলা ( ঘারদা ) , স্ট্যামপেড ( সুদর্শন ) , নুরানি -৫০৫ ( অনু ) , ক্যানন ( নাগার্জুন ) , টার্মিনেটর ( হিন্দ , পালভা . ) , রেজাল্ট ( প্ল্যান্ট রিমে . ) , জুদা ( সালফার ) , টেরর ( ইসাগ্রো ) , অ্যাক্সান -৫০৫ ( ট্রপি . এগ্রো ) , অন্থ ( কৃষি রসা . ) , সুপার - ডি ( নর্দান মিনা . ) , মাইকোন ( মতি ) , বিন্দ্বে - বি -৫০৫ ( ভারত ) , ডেল ৫০৫ ( ডেল ) , ব্যানসিপ ( দেবী ) , স্ট্রাইক ( ইউনি এগ্রো . ) , ক্যাপিটল ( বিক্রান্ত ) , থান্ডার ( হার্বি , ইন্ডি . ) , জুপিটার ( জেইউ পেস্টি . ) , ক্যাপচার ও কার্বাইন ( প্ল্যান্ট রিমে . ) , ঘাম্বির ( শ্রীআরসি ) , কম্বুসল ( সােলাস ) , সাইক্লোন ( ফিল ও জিএসপি ) , কোমিসাইল ( হিম্যান ) , লারা ও বাতালিক ( ক্রিস্টাল ) , অগ্নি ( ইসিআই ) , মিসাইল ( ট্রাসকো ) , মিকোসিন ( মতি ) , ফাইটার ( আরপিসি ) , কোরান্ডা -৫০৫ ( র্যালিস ) , লিথাল সুপার ( ইনসেক্টি ) , হিল হান্টার ( হিল ) , ব্যাং এক্স ( এক্সেল ) , প্রিমেন সুপার ( ম্যাখটে ) ,



#Insecticide
#কীটনাশক
#Chlorpyiphos50%+cypermethrin 5%Ec


কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋:    • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋  

কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952


আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...

Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/con...

Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09

আমাদের ফেসবুক
Facebook page   / agri-tech-shanto-397032297779548  

Комментарии

Информация по комментариям в разработке