মরক্কোর পঞ্চম রাজা মোহাম্মদের স্মরণে রাজা হাসান-২ এ মসজিদ নির্মাণ করেন। মরক্কোর অন্যতম উচ্চাবিলাসী প্রকল্প ছিল এ মসজিদ নির্মাণ কার্যক্রম। ১০ হাজার শিল্পী ও কারিগর অংশ নেন এ মসজিদের নান্দনিক সৌন্দর্য সৃষ্টির কাজে। এর মধ্যে মরক্কোর বাছাই করা ছয় হাজার কারিগর পাঁচ বছর ধরে অনবরত কাজ করেছেন, মেঝে, দেয়াল, খুঁটি এবং সিলিংয়ে মোজাইক, টাইলস ও মার্বেলসহ মূল্যবান পদার্থ বসানো ও অলঙ্করণের জন্য। এর নির্মাণ খরচ পাঁচ হাজার ৫০০ কোটি টাকা। রাজা হাসানের ইচ্ছা ছিল মক্কার পর এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। কিন্তু মধ্য আয়ের দেশ মরক্কোয় এত বিলাসবহুল মসজিদ নির্মাণ নিয়ে প্রশ্ন দেখা দেয়ায় মরক্কো সরকার রাজা হাসানের ইচ্ছা থেকে পিছিয়ে আসে। এ মসজিদ নির্মাণ করা হয় জনগণের দানে। এক কোটি ২০ লাখ মানুষ এ মসজিদ নির্মাণের জন্য দান করেন। তাদের প্রত্যেককেই রসিদ এবং সনদ প্রদান করা হয়। মরক্কোর সবচেয়ে মূল্যবান গ্রানাইট, প্লাস্টার, মার্বেল এবং কাঠ ব্যবহার করা হয়েছে এ মসজিদে। এ ছাড়া ইতালি থেকেও গ্রাইনাইট সংগ্রহ করা হয়েছে।
অবস্থানগত দিক থেকে এই মসজিদ বিশ্বের সবচেয়ে আকর্ষণী ও মনোমুগ্ধকর স্থানে অবস্থিত। আলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের মিলিতস্থলের এমন একটি স্থানকে এই মসজিদ নির্মাণের জন্যে নির্বাচন করা হয়েছে, যেখানে উল্লেখিত উভয় সমুদ্রের উত্তাল পানিরাশি ও ঢেউ পরস্পরকে আলিঙ্গন করছে। এতএব স্থান নির্বাচনে যে বিচক্ষণতা ও সৌন্দর্যবোধের পরিচয় দিয়েছেন মরক্কোর প্রয়াত শাসক দ্বিতীয় হাসান, তা সর্ব মহলেই ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। ইসলামী স্থাপত্যকলার এই অপরূপ স্থাপনাটি মরক্কোর শাসক দ্বিতীয় হাসান ১৯৮৩ খৃ: কাসাব্লাংকার ফানা নামক অঞ্চলে ঠিক আটলান্টিকের পাড় ঘেষে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন।
আলজেরিয়ার গ্রেট মস্ক অব আলজিয়ার্স নির্মাণের আগ পর্যন্ত এটিই ছিল আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। মুসল্লি ধারণক্ষমতার দিক দিয়ে উইকিপিডিয়ার তালিকা অনুযায়ী এটি এখন পৃথিবীর ১০ম বৃহত্তম মসজিদ।
#islamic #masjid #muslim #islamicvideo #channel4bangla
দ্বিতীয় হাসান মসজিদ,সমুদ্রে ভাসমান-,বৃহত্তম মসজিদ,#islamic,#muslim,#islam,#masjid,hassan ii mosque,দ্বিতীয় হাসান মসজিদ,সাগরে ভাসমান মসজিদ,ভাসমান মসজিদ,গ্র্যান্ড মস্ক হাসান-২,bangla news,প্রাচীন মসজিদ,মহাসাগরে ভেসে বেড়াচ্ছে যে ভাসমান মসজিদ,সমুদ্রে ভাসমান-মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ-আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ,casablanca,বিশ্বের ৭ম বৃহত্তম মসজিদ,সমুদ্রে ভাসমান-মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ-আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ - বিশ্বের ৭ম বৃহত্তম মসজিদ
abu dhabi,al aqsa mosque attack,jerusalem,channel4bangla,morocco,latest bangla news,sheikh zayed grand mosque
Информация по комментариям в разработке