বৈঠকখানা আমাদপুর || One day stay at Amadpur Rajbari ||

Описание к видео বৈঠকখানা আমাদপুর || One day stay at Amadpur Rajbari ||

কালনা ভ্রমণ ২য় পর্ব
এর আগের পর্বে আপনাদের বলেছিলাম কালনা ভ্রমনের গল্প | সেদিন কালনা ভ্রমনের পর অমি আর বাবা কলকাতা ফিরে আসি নি | কালনা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান গামী বাসে উঠে চলে গেছিলাম পাহাড়হাটি | আর সেখান থেকে টোটো ধরে আমাদপুর | সেদিন আমরা ছিলাম আমাদপুরের জমিদার বাড়িতে | আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান মেইন লাইনে ট্রেন ধরে চলে আসুন মেমারি | সেখান থেকে অটো ধরে আমাদপুর | কলকাতা থেকে ড্রাইভ করেও আসতে পারেন | সময় লাগবে ৩ ঘন্টা মতো | অটো যেখানে নামাবে সেখানে থেকে ১০ মিনিটের হাঁটা দূরত্ব জমিদারবাড়ি |
৪০০ বছরের পুরোনো ইতিহাস এই চৌধুরী জমিদার বাড়ির | এদের পদবি আসলে sen🍻শর্মা | মোঘল সম্রাটের থেকে ইনারা চৌধুরী উপাধি পান | এই বংশের বর্তমান উত্তরসুরি শিলাদিত্য চৌধুরী পুরোনো জমিদার বাড়ি সংস্কার করে এখানকার বাড়িটি তৈরী করেন | এখানে দুই ধরণের রুম পাওয়া যায় | ৩৫০০ টাকার আর ৫৫০০ টাকার | রুমের ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডিং | বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি পৌঁছে গেছেন ব্রিটিশ আমলের জমিদারীতে | কড়ি বরগা দেওয়া ছাদ, মেহগিনী কাঠের আসবাব, চক মেলানো বারান্দা, বিশাল দালান আপনাকে ইতিহাসের পাতায় অনেক পিছনে নিয়ে যাবে | জমিদার বাড়ির সামনে আছে বিরাট দীঘি | আছে ৩টে শিব মন্দির আছে মা আনন্দমই মন্দির | আমাদপুর গেলে একটা টোটো ভাড়া করে পুরো গ্রাম ঘুরে দেখে নিতে পারেন | বেহুলা নদীর তীরে এই ছোট্ট গ্রামটিতে আড়ম্বর নেই, আছে সহজ সরল মানুষ আর তাদের আন্তরিক ব্যবহার | কপাল ভালো থাকলে গ্রামে সাঁওতাল দের ধামসা মাদল নাচ দেখার সুযোগ হতে পারে | জমিদার বাড়িতে খাওয়া দাওয়া মোটামুটি | আপনাকে আগে থেকে বলে দিতে হবে কি খাবেন | তবে সব রকমের বাঙালি খাওয়ার পেয়ে যাবেন | পরের দিন সকালে কলকাতা ফেরার সময় দেখে নিতে পারেন আমাদপুর থেকে ১০ কিলোমিটার দূরে বনোগ্রাম পরমানন্দ আশ্রম | শান্ত পরিবেশে খুব সুন্দর মন ভালো করা জায়গা | জমিদার বাড়ি বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন মিস্টার শিলাদিত্য চৌধুরীর সাথে। মোবাইল নম্বর -৯৮৩১০৩১১৮৩। আমাদপুর রাজবাড়ী ইতিহাস জানতে লগইন করুন http://heritageamadpur.com/ #weekenddestinationnearkolkata #amadpur
#heritage #royal

Follow me on instagram -
  / diary_kaustav  
Connect with me on my Facebook page -
https://www.facebook.com/profile.php?...

Комментарии

Информация по комментариям в разработке