নদী হতে বাগদা'র পোনা সংগ্রহ | Baby prawns Collection from the Rever

Описание к видео নদী হতে বাগদা'র পোনা সংগ্রহ | Baby prawns Collection from the Rever

নদী হতে বাগদা'র পোনা সংগ্রহ | Baby prawns Collection from the Rever

সমুদ্র উপকূলবর্তি নদীতে প্রাকৃতিকভাবে উৎপাদিত বাগদা চিংড়ির রেনুপোনা সংগ্রহ করা স্থানীয় মানুষদের একটি জনপ্রিয় পেশা। সামান্য পরিমাণ পুঁজি নিয়ে একটি প্লাস্টিক নেট বাঁশের চটা দিয়ে জাল তৈরী করে জোয়ারের সময় টেনে এই চিংড়ির পোনা সংগ্রহ করে। এখানে নদীতে যেমন হাঙ্গর বা কুমিরের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি লোনা জলে দীর্ঘক্ষণ থাকায় নানা ধরনের চর্মরোগের ঝুঁকি। তবুও মানুষ অর্থনৈতিক মুক্তির জন্য প্রানান্তকর প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য স্বল্প আয়ের এই মানুষরা অল্প কিছু অর্থের জন্য কোটি কোটি টাকার বিভিন্ন জাতের মাছের ডিম ও বাচ্চা নস্ট করে ফেলছে। যদিও বর্তমানে মানুষ কিছুটা সচেতনভাবে চিংড়ি পোনাটি নেওয়ার পর অন্যান্য মাছের ডিম বাচ্চা মেশানো জল সংগ্রহ করে নিজেদের পুকুরে ফেলছে বা নদীতে ফেলছে। কিন্তু তাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনে বেশ বাধাগ্রস্থ হচ্ছে। এই সকল মানুষদের বিকল্প কর্মসংস্থান থাকলে এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করে আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারি।

Комментарии

Информация по комментариям в разработке