ব্রিলিয়ান্ট ছেলে / Brilliant Chele(শুভ দাশগুপ্তের কবিতা) ।#Bengalipoem #kunduvideo Recitation by- Sandipan Ganguly.#বাংলা_কবিতা_আবৃত্তি,#Banglakabitaabritti,#SubhaDasgupta'sPoem #Bangladesikobita,#poem,#kobita,#Father'sDayKobita,#Mother'sDayKobita,#recitation,#SubhaDasguptaerkobita,#ব্রিলিয়ান্টছেলে, বাংলা সেরা কবিতা, ভারতীয় কবিতা,
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
ব্রিলিয়ান্ট ছেলে
-শুভ দাশগুপ্ত
ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরী করে,
তারা প্রথমে গাঁয়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে
গেঁয়ো বন্ধুদের সাথে লেখা পড়া শেখে,
তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে
দেয়,
তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় লাল নীল
শহরে,
সেখানে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায়,
তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে বড় বড়
কোম্পানীতে ভাল ভাল চাকুরী পায়,
প্রচুর সেলারী, দামী ফ্ল্যাট,ভাল গাড়ি।
ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে
বসে,
পৌঁছে যায় আমেরিকা,জার্মেনী,কিংবা আবুধাবি অথবা
সিংগাপুর কিংবা কানাডায়,
ব্রিলিয়ান্ট ছেলেদের ঐসব দেশ টপাটপ কিনে
নেয়,
ঐসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য
বিলাশবহুল গাড়ি বাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে
দেয়,
সেখানে আমাদের ব্রিলিয়ান্ট'রা সুখে থাকে।
সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা তাদের
দেশ গাঁয়ের কথা,হরিপ্রসন্ন স্কুলের কথা,গাঁয়ের
বন্ধুদের কথা ক্রমে ভূলে যেতে থাকে।
ভাংগা বাড়িতে পড়ে থাকা কেরানী বাপ কিংবা অসুস্থ
মায়ের কথা ভূলে যেতে থাকে।
মনে রাখতে পারেনা, ফুফতোতো
জেঠতোতো সব অসফল ভাইবোনের কথা।
ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই প্রমোশন
আছে,
ব্রিলিয়ান্টদের অতীত নেই,কেবল ভবিষ্যত
কেবল ফিউচার।
ছোট চেয়ার থেকে বড় চেয়ার,
নন এসি থেকে এসি।
ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা
পাঠায়, অ নে ক টাকা।
সেই টাকা হাতে নিয়ে ব্রিলিয়ান্টদের বাবার মুখে
ফুটে উঠে হাসি,মায়ের চোখ ভরে উঠে জলে।
ব্রিলিয়ান্টরা এই নস্ট বাংলায় আর ফিরে আসতে চায়'না।
এত ভীড় এত ধুলু কাদা এত করাপশন,
এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে।
তবুও যদি কখনো আসে অনেক অনেক ফরেন
জিনিস নিয়ে আসে।
মায়ের জন্য ইতালির চাদর,বাবার জন্য ফ্রান্সের
সিগারেট, সংগে জাপানি লাইটার,আলো জললে যা
থেকে টুংটাং করে বাজনা বেজে উঠে।
ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপার'ই আলাদা।
ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে,
কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে একটা চাপা
কলা কিংবা ১ টাকার শুকনো মুড়িতে পেট
ভরিয়েছেন,
কতকাল যে মা কোন নতুন শাড়ী কেনাকে বিলাসিতা
মনে করে ছেঁড়া শাড়ীতে দিন কাটিয়েছেন,
এসব তথ্য ব্রিলিয়ান্টদের লেপটপে থাকেনা।
ব্রিলিয়ান্টদের লেপটপে নায়াগ্রার দুরন্ত
জলোচ্ছাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে।
এ শ্যামল বাংলার নদী গাছ বরষা মেঘ এসব হাবিজাবি
ইন্সারট করা যায় না।
ব্রিলিয়ান্ট সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত।
তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময়
নস্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষটিতে
তাদের মন খারাপ হয় না।
তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে
থাকে।
বৃষটি নেমেছে আকাশ ভেংগে,শ্রাবন মাস।
মা মৃত্যু শয্যায়,
বাড়ী ভরাট নানা লোকজন,
অসুস্থ বাবা বারান্দায় বসে আছেন শূন্য চোখে।
ডাক্তার জবাব দিয়ে চলে গেছে।
গোটা বাড়ীতে অদ্ভুত এক স্তব্ধতা।
কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, "
খোকন এলো আমার খোকন "
ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে।
সবাই মা'কে বুজাচ্ছে,
এইতো খোকন এলো বলে, খোকন এলো
বলে।
কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়,
কানাডায় কোম্পেনীর নতুন শাখা উদ্ভোধন।
খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো
বেশী ডলার।
এখানে এই পোড়া দেশে
ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই
শেষবারের মত চোখ বুঁজলেন।
আমরা এখন ঘরে ঘরে এই ব্রিলিয়ান্ট গড়ে
তুলতেই ব্যস্ত।
*********************************************
-: Copyright Disclaimer :-
Respected all copyrights of the pictures and music that are used in my videos are owned by its respective owners and I really appreciate them. If any of the owners have a problem with your pictures and music used here, please send me a message and i will remove them. If any issue please contact this E-mail, please don't send “COPYRIGHT STRIKE” our channel. E-Mail:- [email protected]
Special credit :
-------------------------
"Naoya Sakamata-Dissocian" is under a creative Commons license(cc By 3.0)
Music promoted by Breaking copyright:
Http://bit.ly/2PjvKm7
Video promoted by :
www.pixabay.com
------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
“বিশ্বরূপ কুন্ডু'র” (BISWARUP KUNDU) চ্যানেলের পক্ষ থেকে সকল কে জানাই সুস্বাগতম।
বন্ধুরা এটি একটি শিক্ষামূলক ও বিনোদন মূলক ইউটিউব চ্যানেল।
এই চ্যানেলের এর ভিডিও গুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক(Like), শেয়ার(Share) করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
আমার এই চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব (Subscribe) করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব (Subscribe) করেননি অনুগ্রহ করে এই চ্যানেলটিকে ( / biswarupkundu ) সাবস্ক্রাইব (Subscribe) করে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল 🔔আইকনটি স্পর্শ করবেন।
Others recitation video links below👇
" বাবার চেয়ার "-শুভ দাশগুপ্ত
• বাবার চেয়ার:শুভ দাসগুপ্তের কবিতা: সন্দীপন ...
"এক গাঁয়ে "-রবীন্দ্রনাথ ঠাকুর
• এক গাঁয়ে -রবীন্দ্রনাথ ঠাকুর(Ek Gaye Rabind...
" বাঁশি "- রবীন্দ্রনাথ ঠাকুর
• Видео
" ছন্নছাড়া "-অচিন্ত্যকুমার সেনগুপ্ত
• ছন্নছাড়া অচিন্ত্যকুমার সেনগুপ্তের কবিতা |...
" ছায়াসুন্দরী- তারাপদ রায়
/ 4e
Информация по комментариям в разработке