মূলত তাদের উদ্দেশে এই গান যারা আমাদের প্রাণের শহর শেরপুরকে ছোট করে দেখে এবং নিন্দামুলক উক্তি করে । টানা সাড়ে চার মিনিট একদমে তাদের নিন্দার জবা দেওয়া হয়েছে এই RAP গানের মাধ্যমে।
ভুলত্রুটি মার্জনীয়। সবার কাছে গানটি পৌছে দিবেন যদি একটুও ভালো লেগে থাকে।
ARTISTS & LYRICS: NAHIYAN NYEEM
DIRECTOR: Nahiyan Nyeem
Video Production: Pata Foring
Music Production: PS Studio
MIX & MASTERING: Nahiyan Nyeem
তোমরা কও আমরা নাকি উপশহর থাকি
আরে থিক আছে মামা আমরা উপশর থাকি
উপশহর থাকলে কলজা বড় রাখি না ধার বাকী
আইসা ছুইয়া যাইবা, বুঝবার পাইবা
আগুন পারায় থাকি।
জীবন বাচায় রক্ত ঝড়ায় এমন জিনিস সঙ্গে রাখি।
উপশহর অর্থ ছোট হইলেও বড় শহর থাকি
আমরা দেখতে বাবু সাহেব হইলেও, ধুলাবালি মাখি।
আমগের চেহারা খান ঠান্ডা কিন্তু রক্ত গরম রাখি
আমরা শেরপুর শহর থাকি মামা
বগরা শেরপুর থাকি।
শেরপুর দেখতে ছোট লাগলো এডা বাইরের লোকে বলে
মাগার দশমাইল টু রানির হাটেও আমগের শেরপুর চলে।
এটি সেনার উপর সেনা দৌড় দেয় Compitison চলে
আমরা ভাইদের ক্থা শুনে চলেও না থাকি তার দলে।
ছলে! ছলে বলে কলে কৌশল কইরা বইসা থাকি তলে
শেরপুর আগবারাইয়া গ্যাঞ্জাম করলে ছিল পরে জায় চলে।
আমরা শুকনা দাঙ্গার কুমির দাবড়াই থাইকা গভীর জ্লে,
প্যারার টাইম শেরপুর চিনলেও পরে উপশহর বলে।
বাইরে যাইয়া আমরা দুর্বল পয়েন্ট খুইজা চলি না।
তোমগের শহর গেলেও ভুল দিকে চোখ যায় মুখ খুলি না।
খুলি তুলি ভুলি অতো মাথায় আটতে বসি না।
লোকের ছোট চিন্তা আচার সভাব আমরা ভুলি না।
আমরা হাসি মুখে হজম করলেও বাইরের লোকের গালি
যদি সাহস হয় তো হাত লাগাইতে আইসা দেইখো খালি।
আমরা চিপায় চাপায় আটকাই দিলে কল লাগাইতে বলো,
তাতে বুঝতে পারি নিজের না সব ভাইদের পাটে চলো।
তোমরা আমগের পাটেই চলো, পিছে উপশহর বলো?
সময় থাকতে মনে বুঝনিয়া নেও ন্যাজ ক্থা বলো।।
যদি বড় সিটি থাইকা তোমগের ধ্যান ধারণা ছোট
তাইলে ঘ্যান ঘ্যান বন্ধ কইরা ছোট শেরপুর থাইকা ফোটো।
আজকে বলার পালা বলতে আইছি শুনতে থাকো তবে।
আমি বলতে গেছি বলি নাইতো শুরু করছি সবে।
একদিন নিজের পারায় নিজের বন্ধু ভাবনিয়া রয় খাড়া
আমরা ভাবের তাপে পরছি হাতে লাঠি করছি তারা।
আমরা নিজের মধ্যের নিজের শক্তি খুজ্তে থাকি busy
তোমরা পারপাইয়া যাও, ভাবছো আমগের খ্যাপান কতো easy
যাদের পাওয়ার আছে তারা থাকে বসে নিজের বাসায়
জারা চ্যালা পান্ডা রাস্তায় তারা ভাইদের খুশির আসায়।
তোমরা বাড়ি চেনো বোনরে চেনো,ভাইরে দিছো ফাকি।
আমরা উপশহর থাকলেও কিন্তু সব খবরই রাখি।
আমরা সবাই সবার ভাইরে চিনি,বোন রে চেনা বাকী।
আমগের চরিত্র টাও ভাল আমরা বগড়া শেরপুর থাকি।
এ - বাস্তব বাদী ক্থা তরা বলিস নারে নলা
বাইরে থাইকা আইসা তরা ভাব নিস না রে নলা
এ রাখ ব্যাডা র্রাখ, তোরা বড় হয়েই থাক,
আমরা দেব শেরপুর আছি দাশ তোরা লইয়াই থাক।
শেরপুরের যতো অলি গলি সবই আমার চেনা,
যতো দেখি ততো আপন লাগে ,জন্ম থেকে কেনা।
যদি বাইরের লোকে প্রানের শেরপুর ছোট করে দেখে
আমার মাথা টাথা লোডে থাকলেও বুঝি বুঝ দিয়া দেই ফাকে।
যাকে তাকে দেখে দম মেরে যাই, এইরম ভাইবো না
আমরা দেওয়ালে পীঠ লাগলেও চিল্লাই ফাপোর ছাড়ি না।
আমগের কাপড় জামা ঢিলা কিন্তু কভার ফটো আটো
বিকাল বাজার এইয়া চা খেলে তো দইয়ের কাসা চাটো
আমরা ছেমরা থাইকা দামড়া হইছি অর্যিনাল দই খাইয়া
তোমরা দুই দিন আইয়া গিবত চুদাও ঠান্ডা মাথা পাইয়া।
আমি মিস্ট ভাসি, দুষ্টু হাসি সব দিক লইয়া চলি
কারো হিসাব কিতাব খারাপ লাগলে মুখের ওপর বলী,
আমরা ছোট্ট পারায় বড় হইলেও মনটা আছে বড়
পরের ক্ষতি কইরা বড় হই না , দুরে যাইয়া মরো।
পাগলা আগের গানে কইছি শেরপুর ভালবাসা নাই
আমি প্রেমের ক্থা কইছি মাগার তুমরা বুঝ নাই।
এই- মানুষ মানুষে ভালবাসা সবার মাঝেই আছে,
আর শেরপুরেতে বেশি আছে, আইসা দেখো কাছে,।
দুই দিনেরি দুনিয়াতে কয়দিন মানুষ বাচে মাগার
আগলা পিরিত দেইখা ভুলায়, পুতুল নাচান নাচে।
পকেট ভরা থাকলে ফুসকা খাওয়ার বহুত মাইয়া আছে
আবার প্রেমের মায়া ছাইরা দিয়া বহুত মানুষ বাচে।
শেরপুর দুধ দিয়া ভাত খাইতে কেহ বাংলা তাড়ি বেচে
কেহ কিনতে যাইয়া রাস্তায় ফাসে চটি পেটি কেসে
কিছু নেশা পাগলা আছে হেতায়, নেশায় অতিত ভুলে
তাদের ভণ্ড খারাপ বলে পিছে, বাপ মা-র ক্থা তুলে,
প্রতি ভালোবাসার উপসংহার হয় না খুশি মনে
তোমরা বুঝবা কি আর ভালবাসা , আজকের মতো দিনে?
পাগলা শেরপুরেতে বাড়ি আমার শেরপুরেতে ঠাই
এই শহরে সবই আছে ভালোবাসা নাই,
আমি Single ছিলাম Single আছি ভালোবাসা চাই।
আমার হাতের উপর হাত দিয়া পিক তুলার মানুষ নাই,
আমি সকালবেলা উঠার আগে LOVE you message চাই
আমি মন্দ দেখতে, ছন্দ দিখ্তে প্রেমের মানুষ চাই।
আমি কাহিনি ছাড়া ছবি , আমি ছন্দ ছাড়া কবি
তুমি ভাবলা আমায় মদ, তুমি চোখথাকিতে অন্ধ,
আমরা শেরপুর শহরের পাখি, আমরা উপশহর থাকি,
আমরা প্রেম করতে যাইয়া হাতে পইড়া আইছি রাখি।
ভালোবাসার নামে দিও না আর সর মনে ফাকি
আমি শেরপুর শহরে থাকি মামা,উপশহর থাকি।
আমি দশমিতে বিদায় বেলায় আবির গায়ে মাখি,
আমি বৈশাখ আইলে রাস্তায় যাইয়া আল্পনা রং আকি
আমি মুসলিম হইলেও হিন্দু বৈধ্য সবার পাশে থাকি
আমি ধনি গরিব বড় ছোট সবার ক্থা রাখি
আমি শেরপুর শহর থাকি আমরা উপশহর থাকি
আমি শেরপুর শহর থাকি আমরা উপশহর থাকি
আমি শেরপুর শহর থাকি আমরা উপশহর থাকি
Nahiyan Nayeem / singer.niem
Tamim / babayaga654321
Ashish https://www.facebook.com/profile.php?...
গানটিতে শেরপুর এর একটি ড্রন শট নেয়া হয়েছে যার মালিক:
YouTube - Eagle Explore • Видео
Информация по комментариям в разработке