ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব Malthusian Theory of Population|HSCEconomicsBCSC

Описание к видео ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব Malthusian Theory of Population|HSCEconomicsBCSC

#Malthusian #Theory #of #Population
#ম্যালথাসের #জনসংখ্যা #তত্ব
এই ক্লাসটি দেখলে,
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব (Malthusian Theory of Population) ব্যাখ্যা করতে পারবে।
১৭৯৮ সালে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথান তার জনসংখ্যা বিষয়ক প্রবন্ধে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য প্রদান করেন তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
মূলবক্তব্য : ম্যালথাসের মতে, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে।
এক্ষেত্রে, জ্যামিতিক ও গাণিতিক হারে ‍বৃদ্ধি পাওয়ার অর্থ হলো জনসংখ্যা বাড়ে ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪ ইত্যাদি হারে এবং খাদ্য বাড়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ইত্যাদি হারে। তিনি মনে করেন, আর্থিক সামর্থ্যের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না।
শর্তসমূহ :
১। খাদ্যের যোগান সীমিত।
২। কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য।
৩। কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা।
৪। জমি ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত।
৫। উৎপাদনের কলাকৌশল স্থির।
৬। নারী-পুরুষের মধ্যে আকর্ষণ প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত ও শাশ্বত।
প্রতিরোধ ব্যবস্থা:
জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধ ব্যবস্থা:

১। প্রতিরোধমূলক ব্যবস্থা / Preventive Checks: ম্যালেথাসের মতে জনাধিক্য হ্রাস করার জন্য বিলম্বে বিবাহ, বিবাহিত জীবনে সংযমী, স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা, বিবাহের নূন্যতম বয়স নির্ধারণ, বিবাহিত জীবনে সন্তান সংখ্যা সীমিত রাখা ইত্যাদি বিষয় উল্লেখ করেছেন।

২। প্রাকৃতিক নিরোধ / Positive Checks: ম্যালথাসের মতে, খাদ্যাভাব, অপুষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, দুর্ঘটনা, যুদ্ধবিগ্রহ, জটিল রোগ ইত্যাদির মাধ্যমে জনাধিক্য হ্রাস পাবে।
প্রতিরোধ ব্যবস্থা:
১। প্রতিরোধমূলক ব্যবস্থা / Preventive Checks:
তত্ত্বের ব্যতিক্রম:
১। জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না:
বর্তমানে শিক্ষা, সংস্কৃতি ও জনসচেতনা বৃদ্ধির ফলে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না।
২। খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে না:
কৃষিতে নতুন নতুন উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে খাদ্য উৎপাদন জ্যামিতিক হারকেও ছাড়িয়ে যাচ্ছে। ফলে খ্যাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে বলে ম্যালথাস যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলে প্রতিয়মাণ হয়েছে।
৩। শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়ন:
শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে উন্নতে দেশে খাদ্যের উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে ‍বৃদ্ধি পাচ্ছে।
৪। কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি সত্য নয়:
ম্যালথাস কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় বলে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। কারণ বর্তমানে কৃষিতে তথ্য প্রযুক্তি, উন্নত সার, বীজ ইত্যাদি ব্যবহারের ফলে কৃষিতে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হচ্ছে।
৫। কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা নয়:
কৃষি ছাড়াও শিল্পায়ন, যোগাযোগ, শিক্ষার উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার ও সঠিক বণ্টণ ব্যবস্থার মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায়। ম্যালথান তাঁর তত্ত্বে শুধুমাত্র কৃষিকে প্রাধান্য দিয়েছেন। যা সবক্ষেত্রে সঠিক নয়।
৬। জনসংখ্যার গুণগত দিক উপক্ষেতি:
ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যার কেবল সংখ্যাগত দিকটি বিবেচনা করা হয়েছে, গুণগত দিক উপেক্ষিত হয়েছে। মানুষ শুধু ক্ষুধার্ত মুখ ও পেট নিয়েই জন্মগ্রহণ করে না, কর্মঠ হাত ও বিদ্যা বুদ্ধির সাহায্যে তার উপার্জনের পথও খুঁজে বের করে।
৭। আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা:
বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার ফলে কোন দেশে খাদ্য ঘাটতি দেখা দিলে সেখানে উদ্বৃত্ত দেশ থেকে খাদ্য সরবরাহের ফলে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

সার্বিক আলোচনা থেকে বলা যায় যে, মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে ম্যালথাস যে আতঙ্কমূলক ও হতশাজনক ভবিষ্যদ্বাণী প্রচার করেন বিজ্ঞানের অগ্রগতির ফলে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে বিভিন্ন ÎæwU বিচ্যুতি থাকা সত্ত্বেও বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে।



অর্থনীতি ২য় পত্র
চতুর্থ অধ্যায়
জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
Population, Human Resource and Self-employment

ইউটিউব আইডি :
   / hsceconomicsbcsc  

ফেইসবুক আইডি:
www.facebook.com/HSCEconomicsBCSC

ইমেইল আইডি:
[email protected]

ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке