পরীবিবির মাজারের অজানা রহস্য। যা আপনাকে মুগ্ধ করবে।

Описание к видео পরীবিবির মাজারের অজানা রহস্য। যা আপনাকে মুগ্ধ করবে।

পরীবিবির মাজার পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পরীবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। এটি শুধু একটি মাজার বললে ভুল হবে। এর সাথে জড়িয়ে রয়িছে এক পিতা আর কন্যার ৩০০ বছরের এক বেদনার ইতিহাস।

Комментарии

Информация по комментариям в разработке