বিনা খরচে ১০ বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিনা খরচে তরুণ-তরুণীদের ১০ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের অর্থায়নে বিনা খরচে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর কেন্দ্রসমূহে দরিদ্র, নারী, সুবিধাবঞ্চিত, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৪খ্রিষ্টাব্দে মধ্যে নিম্নে উল্লেখিত ট্রেডসমূহে ৩ মাসব্যাপী (৩৬০ ঘণ্টা) কারিগরি বিষয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে:
নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)--ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিস / মেইনটেন্যান্স, অটোক্যাড, হাউজহোল্ড এ্যাপ্লায়েন্স মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, হ্যান্ডিক্রাফট, প্লাস্টিক প্রসেসিং, প্লাস্টিক প্রসেসিং (কাস্টমাইজ), মেশিন শপ
পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)-- ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ওয়েল্ডিং (আর্ক এন্ড গ্যাস)
প্রতি ট্রেডে আসন সংখ্যা: ৩০টি
আবেদনের নিয়মাবলী :
১। আবেদনপত্রটি বিটাক এর ওয়েবসাইট www.bitac.gov.bd থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও চাঁদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রে প্রার্থী/আবেদনকারীকে জরুরি যোগাযোগের জন্য বিকল্প মোবাইল নাম্বার / ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
২। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: আবেদনপত্রের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ ন্যূনতম জেএসসি বা সমমান, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্র, ১ কপি ছবিসহ সকল সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করে বরাবর, প্রকল্প পরিচালক, সেপা ফেজ-২ প্রকল্প, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ১১৬ (খ) তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
৩। চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি, মোবাইল এসএমএস ও টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির সময় তার নিজের (দুই) কপি এবং তার বৈধ অভিভাবকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আনতে হবে।
সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষণার্থীগণকে শিল্প কারখানায় কর্মসংস্থানের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। বিস্তারিত নিচে দেখুন—
ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,সরকারি ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,বিটাক প্রশিক্ষণ,বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ,ফ্রি সরকারি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
bitac free training,bitac training,seip free training 2023,bitac free traing course,free training 2023,bitac free training course 2023,free training,free training course 2023,bitac training course 2023,free training course,bitac training 2023,jubo unnayan training course,bitac training application,free training course on bd govt,seip driving training 2023,bitac
Информация по комментариям в разработке