Aquarium transmitted beauty.

Описание к видео Aquarium transmitted beauty.

আমি কে? আমি এই দেশমাতারই ভূমিপুত্র। মা, তুমিই আমাকে ডেকেছো আর আমি এসেছি।কিন্তু মা তুমি রাগান্বিত কেন? মা কখন সন্তানের প্রতি রাগ করেন? যখন সন্তান চেতনার ভুল বয়ানে উচিত অনুচিতের বুদ্ধি ভ্রষ্ট হয়ে অন্যায় অমানবিক পথকে আপন করে। মা তখনই দুঃখী হোন যখন সন্তান বুদ্ধিমান হয়েও ভুলের পর ভুল করে। বাবা কখন পরিহাস করেন? যখন বাবার সন্তানেরা পরম কুটুম হওয়া সত্বেও ভাই ভাই সেই ভূমির আধা আমার আধা তোমার ভোগলিপ্সায় রক্তারক্তি যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস করে। অথচ সেই ভূমি, ধর্ম তার জায়গায় থেকে যায়, এতে শুধু এই মানুষে মানুষের মানবিক কুটুম্বিতার সম্প্রীতির সর্বনাশ ঘটে। জাতিবাদের আবশ্যিক ছিন্নতার ভিত্তিতে নিরঙ্কুশ সীমা চিহ্নের বেড়াজালে কলুষিত উগ্রতার চর্চা চলে সভ্যতা সংস্কৃতির বিনাশের চূড়ায় নিজস্ব লাভা লাভের বেসাতির নব্য স্বাধীন পতাকা স্থাপনার মোহে। যে ভূমির ভাগ বাটোয়ারা করতে আমাদের পূর্ব পুরুষেরা ইতোমধ্যেই লড়াইয়ে রক্তারক্তি করেছে, সমাধান দিয়েছে কিন্তু ভূমিকে এক চুলও নড়াতে পারেনি নিজেরটুকু নিয়ে পরপারে চলে যেতে।

Комментарии

Информация по комментариям в разработке