নূরে আলা আবেদ আলী শাহ (র.) দরকার শরীফ | অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান একান্ত সাক্ষাৎকার | channel 26

Описание к видео নূরে আলা আবেদ আলী শাহ (র.) দরকার শরীফ | অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান একান্ত সাক্ষাৎকার | channel 26

আপনারা বিবেদে জড়িয়ে পরবেন না, ধর্য্য ধারণ করুণ, ধর্য্যের ফল খুব মধুর হয়।

অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,খেলাফত প্রাপ্ত সার্বিক তত্বাবধায়ক ও সভাপতি
নূরে আলা আবেদ আলী শাহ (র.) দরকার শরীফ,বড়াইল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

গত ২৫ পৌষ ১৪২৭ বাঙ্গাব্দ, ৯ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে রোজ শনিবার দিবাগত রাতে “নূরে আলা আবেদ আলী শাহ (র.)দরবার শরীফ’এ বিশ্ব তাওহীদ জামায়াত শীর্ষক ব্যানারে “খাজা আল খিযিরী শাহান শাহ তরিকায়ে হক জাল্লাল্লাহ” এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হযরত নূরে আলা মোহাম্মদ আবেদ আলী শাহ (র.)দরবার শরীফের খেলাফত প্রাপ্ত সার্বিক তত্বাবধায়ক ও উক্ত দরবার শরীফের সভাপতি এবং নূরে আলা মোহাম্মদ আবেদ আলী শাহ (র.) এর আপন ছোট ভাই অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সার্বিক তত্বাবধানে বাদ মাগরিব হতে মিলাদ মাহফিল ও জিকির আজকারের মধ্য দিয়ে রাত ১০ ঘটিকা হতে স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে মাইক ছাড়া মুর্শিদীগান পরিবেশন করা হয়। চ্যানেল-26 “নূরে আলা আবেদ আলী শাহ (র.) দরবার শরীফ” এর খেলাফত প্রাপ্ত সার্বিক তত্বাবধায়ক ও সভাপতি অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনি সংরক্ষণ করে উক্ত দরবার শরীফের সার্বিক পরিস্থিতির উপর উনার বক্তব্য ধারণ করেছে। দরবারের আদব, ভক্তি, মহব্বত এবং শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করে চ্যানেল-26 এর মাধ্যমে তিনি সকল ভক্তবৃন্দকে উদ্দেশ্য করে বলেন,“আপনারা কোনো প্রকার গোজবে ও ইসলামী শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে জড়িত হবে না এবং রাষ্ট্রের ও সরকারের আইন বিরোধী কোনো কাজ করবেন না।” গোজবের ব্যাপারে ভক্তবৃন্দদের প্রতি কড়া হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “ আপনারা বিবেদে জড়িয়ে পরবেন না, ধর্য্য ধারণ করুণ, ধর্য্যের ফল খুব মধুর হয়।” অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ১৯৬১ইং সালের ১৭ই জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের এক ঐতিহৃবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বড়াইল হুসাইনিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি এবং বড়াইল হুসাইনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ইং সালে এস.এস.সি পাস করেন। এরপর ১৯৯৮ইং সনে নবীনগর কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৮০ সালে ভৈরব হাজী আছমত কলেজ থেকে বি.এ পাস করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববদ্যালয় থেকে ১৯৮৩ইং সনে ফিলোসফি বিভাগ থেকে এম.এ তথা মাষ্টার্স পাস করেন। উনার কর্মজীবন শুরু হয় ১৯৮৭ সালে বাঞ্ছারামপুর তাজুল ইসলাম আদর্শ কলেজে শিক্ষকতা দিয়ে। সেখানে তিনি ১৯৯২ইং সালের নভেম্বর মাসের ৮ তরিখ পর্যন্ত শিক্ষকতা করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে যখন ১৯৯২ইং সালে ফিরোজ মিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় তখন সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই উক্ত কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। উনার একান্ত প্রচেষ্টায় এবং উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকা কালিনই ফিরোজ মিয়া কলেজ সরকারিকরণ হয়ে এখন নামকরণ হয়েছে ফিরোজ মিয়া সরকারি কলেজে। জীবন এবং যৌবণের টানা ২৯টা বছর উক্ত কলেজে শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় ১১টি বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে কলেজটিকে উন্নয়নের ধারায় একটি শীর্ষ অবস্থানে নিয়ে যেতে বলিষ্ট্য অবদান রেখেছেন। পাশাপাশি তিনি আধ্যাত্মিক ধ্যান সাধনার জগতে নিয়োজিত থেকে এখন “নূরে আলা আবেদ আলী শাহ (র.) দরবার শরীফ” এর খেলাফত প্রাপ্ত সার্বিক তত্বাবধায়ক এবং সভাপতি হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

Комментарии

Информация по комментариям в разработке