ইরাকের বিখ্যাত ফোরাত নদী মরে যাচ্ছে কেন | আদ্যোপান্ত | Why Iraq's great rivers are dying

Описание к видео ইরাকের বিখ্যাত ফোরাত নদী মরে যাচ্ছে কেন | আদ্যোপান্ত | Why Iraq's great rivers are dying

ইরাকের বিখ্যাত ফোরাত এবং দজলা নদী শুকিয়ে যাচ্ছে কেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

দক্ষিণ ইরাকের বসরা শহরটির বুক চিরে বয়ে যাওয়া শাতিল আরব একসময় পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ছিলো। এই নদী থেকে বের হওয়া কৃত্রিম খালগুলো বসরা শহরজুড়ে যোগাযোগের নৌপথ হিসেবে কাজ করতো। খালগুলোর কারণে বসরার নাম দেয়া হয়েছিলো মধ্যপ্রাচ্যের ভেনিস। কালের পরিক্রমায় বসরা, ইরাকের দ্বিতীয় জনবহুল শহরে পরিনত হয়েছে। বর্তমানে এই শহরের জনসংখ্যা ৪০ লাখের বেশি। বসরার উপকণ্ঠে জ্বালানী তেলের একাধিক বিশাল খনি রয়েছে। তাছাড়া ইরাকের একমাত্র গভীর সমুদ্রবন্দরটিও এখানেই অবস্থিত। তাই বসরাকে ইরাকের বাণিজ্যিক রাজধানী বললে ভুল হবে না। পুরো ইরাকের মোট রাজস্ব আয়ের শতকরা আশি ভাগের উৎপত্তি বসরা প্রদেশে।

২০১৮ সালের গ্রীষ্মকালে বসরার ঐতিহ্যবাহী সেই খালগুলোর অবস্থা ছিলো আতকে উঠার মতো। নোংরা-আবর্জনা জমে খালগুলোর চেহারা হয়ে উঠেছিলো কুৎসিত। ওই বছর পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বসরা শহরের প্রায় এক লাখ অধিবাসী। বসরার এই চিত্র আসলে পুরো ইরাকে বিদ্যমান পানি সংকটের করুন পরিণতি। কয়েক দশক ধরে ইরাকজুড়ে সুপেয় পানি সংকটের তীব্রতা কেবল বেড়েই চলেছে। উপরন্তু ইরাকের বুক চিরে বয়ে চলা নদীগুলোও নাব্যতা হারিয়ে মৃত্যুর প্রহর গুনছে বলা যায়।

কিন্তু কেন ইরাকের বিখ্যাত নদীগুলোর আজ এমন করুন পরিণতি। আর কেনই বা দেশটিতে পানি সংকট এমন চরম আকার ধারণ করেছে??

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке