প্রত্যেক নাগরিকের উচিত দেশপ্রেমে উদ্বুদ্ধ ও রাজনৈতিকভাবে সচেতন হওয়া।এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়—এ দেশের প্রকৃত মালিক আমি, আপনি, আমরা সবাই। নাগরিক হিসেবে আমরা কেবল কর দিই না, দায়িত্বও গ্রহণ করি। তাই শাসক শ্রেণি আমাদের প্রতিনিধি, আমাদের কল্যাণে কাজ করাই তাদের দায়িত্ব এবং কর্তব্য। তারা যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে, তা তদারক করাও আমাদের অধিকার ও কর্তব্য।এই কারণেই দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে আমাদের সচেতন, সক্রিয় এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকা অপরিহার্য। নির্বিকার নাগরিক সমাজ কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করতে পারে না। আমাদের কণ্ঠস্বরই পারে দুর্নীতি, অবিচার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে।সুতরাং, দেশকে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, দায়িত্বশীল অংশগ্রহণ। সমালোচনা, প্রতিবাদ ও প্রশ্ন তোলার সাহসই একটি সজাগ জাতির পরিচয়।"পৃথিবীর প্রতিটি ভূখণ্ড একটি মানচিত্র বহন করে, কিন্তু প্রতিটি দেশ একটি আত্মা ধারণ করে। সেই আত্মার নাম—জাতি। আর জাতির প্রাণ হচ্ছে এর সচেতন নাগরিকবৃন্দ। একটি দেশের প্রকৃত মালিকানা কোনো রাজা-বাদশাহ কিংবা ক্ষমতাধর ব্যক্তির হাতে নয়—তা বিরাজ করে প্রত্যেক সৎ, সচেতন ও দেশপ্রেমিক মানুষের হৃদয়ে।আমরা যারা গৌরবের সঙ্গে বলি, "এই দেশ আমার", তাদের জন্য প্রশ্ন জাগে—আমি কি কেবল গর্ব করি, নাকি দায়িত্বও নিই?দেশপ্রেম কি কেবল কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’ গানটুকু?নাকি তার চেয়ে অনেক গভীর, অনেক বাস্তব ও অনেক জরুরি কিছু?প্রকৃত দেশপ্রেম কখনো নিছক আবেগ দিয়ে পরিমাপ হয় না। তা পরিমাপ হয় সচেতনতার স্পন্দনে। আপনি যদি দেখেন আপনার রাষ্ট্রে অন্যায় চলছে, দুর্নীতি চলছে, গরিব মরছে—তবু আপনি নিরব থাকেন, তবে আপনি কেবল দেশবাসী, দেশপ্রেমিক নন।দেশকে ভালোবাসা মানে তার প্রতিটি শিরা-উপশিরায় প্রবাহিত জীবনযাত্রার প্রতি দায়িত্ববান হওয়া। আপনি যদি শুধু নিজের সুবিধা নিয়ে ভাবেন, আর চারপাশের অবিচার আপনাকে স্পর্শ না করে, তবে আপনি দেশপ্রেমিক নন—আপনি কেবল দর্শক।সংবিধান বলে, ‘জনগণই রাষ্ট্রের মালিক।’ এটি কাগজে লেখা নয়, বাস্তবে বেঁচে থাকার কথা। কিন্তু এই কথাটি কেবল তখনই প্রাণ পায়, যখন আমরা শাসকদের প্রতিনিধি হিসেবে নয়, সেবক হিসেবে দেখি। শাসকগণ জনগণের টাকায় চলে, জনগণের ভোটে ক্ষমতায় আসে। তাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো আমাদের অধিকার নয়, কর্তব্য।তাদের কার্যকলাপের বিচার-সমালোচনা মানেই সরকারবিরোধিতা নয়, বরং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা।সচেতন নাগরিক যে প্রশ্ন তোলে, সে প্রশ্ন কখনো রাষ্ট্রদ্রোহী হয় না—তা হয় রাষ্ট্ররক্ষার অনলপ্রদীপ।সামাজিক-অর্থনৈতিক রাজনৈতিক সক্রিয়তা: নীরবতা নয়, ন্যায়বোধের অভিব্যক্তিএকটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক যদি নীরব থাকে, তবে সেই নীরবতা একদিন স্বৈরতন্ত্রের বিস্তার ঘটায়।আজ যদি আপনি শুধুমাত্র নিজের পরিবার, নিজের সুবিধা, নিজের চাকরি, নিজের মঞ্চে বাঁচতে চান—তবে আগামীকাল এই রাষ্ট্র আপনার জন্যও অচেনা হয়ে যাবে।দেশ মানে কেবল জাতীয় পতাকা নয়, দেশ মানে প্রতিটি মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মান। তাই যেখানেই সেই মূল্যবোধে আঘাত আসে, সেখানেই আমাদের দাঁড়াতে হয় সত্যের পক্ষে।প্রগতিশীল সমাজ গড়ে ওঠে প্রশ্ন, সমালোচনা ও ভাবনার মুক্তি দিয়ে।যেখানে মানুষ প্রশ্ন করে না, সেখানে শাসক হয়ে ওঠে ঈশ্বরের বিকল্প, আর রাষ্ট্র রূপ নেয় এক অদৃশ্য শৃঙ্খলে।সুস্থ সমালোচনা রাষ্ট্রকে শুধরে দেয়, গণতন্ত্রকে টিকিয়ে রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেয় জবাবদিহিমূলক প্রশাসনের চাবিকাঠি।আমাদের দেশের ইতিহাস বলে, যখনই জনগণ সক্রিয় ছিল, রাষ্ট্র সামনে এগিয়েছে। আর যখনই তারা নিরব থেকেছে, ততই অন্ধকারে ডুবে গেছে দেশ।আমার দেশ, আমার দায়িত্ব!আমরা সবাই এই দেশের সন্তান, এই মাটির গন্ধে আমাদের শৈশব। এই দেশের বাতাসে আমাদের শ্বাস। তাই এই দেশ যদি বিকল হয়, ক্ষয়ে যায়, দুষ্কৃতিতে জর্জরিত হয়—তবে তার দায় কার?আমি, আপনি, আমরা—সবার।তাই, আসুন আমরা কেবল দেশকে ভালোবাসি না, দেশের জন্য সাহস করি।সচেতন হই, প্রশ্ন করি, প্রতিবাদ করি—ভালোবাসার জন্য, ন্যায়ের জন্য, ভবিষ্যতের জন্য।দেশ আমাদের, দায়িত্বও আমাদের।নাগরিকত্বের সবচেয়ে বড় পরিচয়—সচেতনতা।এবং সচেতনতার সবচেয়ে বড় প্রকাশ—ভয়হীন সত্য ভাষণ।#bangladesh #politicalnews #politics #news #Patriotism#CivicResponsibility#CitizenAwareness#MyCountryMyResponsibility#VoiceOfThePeople#WeThePeople#PoliticalConsciousness#DemocracyMatters#QuestionWithCourage#RightToCriticize#HoldPowerAccountable#PowerBelongsToPeople#StandForJustice#SpeakTheTruth#FearlessCitizens#RiseForTheNation#ActiveCitizen#ChangeStartsWithUs#BeTheChange#SpeakUp#StandUpForRights#CivicEngagement#SocialConsciousness#TogetherForJustice
যেকোনো প্রকার তথ্য, অভিযোগ সমালোচনা মূলক কথা জানাতে পারেন। [email protected] -01762205509Facebook link = / 1dj7ilnhyf
Информация по комментариям в разработке