Joddopi Amar Guru | যদ্যপি আমার গুরু | Ahmed Sofa | Bangla Audiobook by My Audiobook

Описание к видео Joddopi Amar Guru | যদ্যপি আমার গুরু | Ahmed Sofa | Bangla Audiobook by My Audiobook

Subscribe: https://goo.gl/jtQS2Q
“পড়ার কাজটি অইল অন্যরকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভান্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইর‍্যা নিবেন , আপনের পড়া অয় নাই।
-প্রফেসর আবদুর রাজ্জাক”
― Ahmed Sofa, যদ্যপি আমার গুরু

জ্ঞানের আদি সাগর সক্রেটিস কে পরিচয় করে দেন আদর্শ ছাএ প্লেটো। সক্রেটিস তার জীবন দশায় কোন রচনা লিখে যান নি তবে তিনি পৃথিবীতে পরিচিত হয়েছেন তার ছাএ প্লেটো দারা। তবে তেমনি বাংলাদেশে জ্ঞান তপস্বী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক স্যার, তিনি মূলত পরিচিত হন তার শিষ্যের মাধ্যমে।
লেখক আহমেদ ছফা ১৯৭০ সালে বাংলা একাডেমির ৩ বছরের ফেলোশিপ প্রোগ্রামে ভর্তি হতে চেয়েছিলেন। যদিও সেই সময়ে তাঁর এমএ ডিগ্রি সম্পন্ন হয়নি; তবুও তিনি বিশেষ বিবেচনায় মনোনিত হয়েছিলেন।
তারপর তিনি ১৯৭২ সালে যখন তাঁর পিএইচডি থিসিসের জন্যে একজন সুপারভাইজার খুঁজছিলেন তখনই তিনি পলিটিক্যাল সাইন্সের প্রখ্যাত শিক্ষক প্রফেসর আবদুর রাজ্জাকের কথা জানতে পারেন। তাঁর সান্নিধ্যে এসেই যেন লেখকের সামনে খুলে যায় এক নতুন দরজা।তবে আবদুর রাজ্জাক স্যার কে চলমান বিশ্বকোষ বললে অতুক্তি হবে না।, তিনি খুঁজে পান শিল্প সাহিত্য-জ্ঞান-বিজ্ঞান-ইতিহাস-রাষ্ট্রবিজ্ঞান,সমাজ বিজ্ঞান-দর্শন-ধর্ম-সংস্কৃতি রাজনীতির এক উন্মুক্ত প্রান্তর,সবগুলো বিষয়েই
অপূর্ব মতামত দেয়ার ক্ষমতা রাখেন।। দেশ-বিদেশের অনেক জ্ঞানী-বিদগ্ধ ব্যক্তিবর্গ প্রফেসর আব্দুর রাজ্জাকের সান্নিধ্যে এসে নিজেদের করেছেন সমৃদ্ধ ; তেমনি তিনি নিজেও তাঁর পরবর্তী প্রজন্মের অনেককেই তাঁর ব্যক্তিত্বগুণে মুগ্ধ করেছেন।স্বাধীনতা উওর ও পরবর্তী সময় ধরে প্রায় অর্ধশত বছর ভূমিকা রাখেন, বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দেশের অনেক কীর্তিমান ব্যক্তিবর্গ তাঁর সান্নিধ্যে এসেছেন এবং নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন । এঁদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, রেহমান সোবহান, রওনক জাহান, চিত্রশিল্পী এসএম সুলতান, গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সহ আরও অনেকে।
লেখক প্রফেসর আবদুর রাজ্জাকের সান্নিধ্যে এসে আহমেদ ছফা এতটাই আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এতটাই ডুবে থাকতেন যে, তার পিএইচডি থিসিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাই তিনি থিসিস সম্পন্ন না করলেও রাজনীতি-সাহিত্য-দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রফেসর আবদুর রাজ্জাকের নানাবিধ জ্ঞানগর্ভ আলোচনা তাঁকে বিভিন্ন বিষয়ে নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করে।
অডিওবুকটি শুনে শোতাও লেখকের মত অন্য এক জগতে ডুবে যাবেন। খুঁজে পাবেন ইতিহাস-রাজনীতি ও দর্শনের অন্য এক জগত।

#JoddopiAmarGuru
#AhmedSofa
#MyAudiobook

Комментарии

Информация по комментариям в разработке