চীন থেকে আমদানি করা অত্যাধুনিক পিইউ মেশিনে তৈরী জুতার কারখানা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

Описание к видео চীন থেকে আমদানি করা অত্যাধুনিক পিইউ মেশিনে তৈরী জুতার কারখানা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

বাংলাদেশের জুতা শিল্পের ইতিহাস খুব বেশী সমৃদ্ধ নয়। প্রাচীন আমলে রাজা বাদশা বা ধনী পরিবার ছাড়া খুব বেশি জুতার প্রচলন ছিলোনা। মোঘল আমল ও বৃটিশ আমলে সামান্য হাতে তৈরী চামড়ার জুতা ও কাঠের খরম জুতার ব্যাপক প্রচলন শুরু হয়। পাকিস্তান আমলে চামড়া ও কাঠের জুতার সাথে বিদেশী কোম্পানি বাটা এদেশে জুতা উৎপাদন শুরু করে। বাংলাদেশ আমলে বাটা ছাড়াও আরও কিছু কোম্পানি জুতা সরাসরি তৈরী ও অন্যান্য দেশ থেকে আমদানি করা শুরু করে। ভালো ব্যবসা হচ্ছে দেখে বাংলাদেশের কিছু উদ্যোগতা দেশে জুতা তৈরীর কারখানা গড়ে তুলেন। এপেক্স, জিলস্, প্যাগাসাস, অরিয়ন, বে, আইকন পিইউ ফুটওয়্যার ফেক্টরী সহ আরো হাজারো ছোট বড় জুতার কারখানা বাংলাদেশে গড়ে উঠেছে। আমরা এই ভিডিওতে আইকন পিইউ ফুটওয়্যার ফেক্টরীর উৎপাদন প্রক্রিয়া তুলে ধরেছি।
#জুতা_শিল্প #shoes #চায়না_জুতার_কারখানা

Комментарии

Информация по комментариям в разработке