ভোলার 🇧🇩 চরফ্যাশনে বেড়াতে আসলাম ভারত 🇮🇳 থেকে, BANGLADESH Bhola CHORFATION (বেতুয়া লঞ্চঘাট 🤩 ভোলা)

Описание к видео ভোলার 🇧🇩 চরফ্যাশনে বেড়াতে আসলাম ভারত 🇮🇳 থেকে, BANGLADESH Bhola CHORFATION (বেতুয়া লঞ্চঘাট 🤩 ভোলা)

Hi I'm Indian Vloger Amit Majumder from Kolkata, Now I'm in CHORFATION Bangladesh Bhola. Welcome to my another vlog series. In this video I Explore Bangladesh Bhola Chorfation. We love Bangladesh so much. 🇮🇳❤️🇧🇩

Watch my other videos:
   • ₹৭০ টাকা, কলকাতা 🇮🇳 to বাংলাদেশ 🇧🇩 ||...  
   • ভারত 🇮🇳 কেমন❓কি ভাবে BANGLADESH 🇧🇩 গু...  
   • ভারতে ₹১৮০ 🇮🇳 বাংলাদেশে ₹৭০০ টাকা 🇧🇩 ...  
   • বাংলাদেশের নোংরা এলাকা 🤮🇧🇩 SLUM Life ...  
   • ভারতের 🇮🇳 তুলনায় বাংলাদেশ 🇧🇩 অনেক ব্...  

I made videos on travel. Content of my videos has some kind of information and knowledge, fun. I'm real fun loving person who is always curious to meet new people, get to know new culture and explore new places. 🤩
Hope you like it. SUBSCRIBE if new to channel.

Follow me:👉🏻   / amitmajumder01  

🔰চর ফ্যাশন বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত একটি শহর। এই শহরটি চরফ্যাশন উপজেলার প্রশাসনিক কেন্দ্র এবং প্রধান শহর।

🔰এ শহরটি মূলত চরফ্যাশন বাজার নামক একটি বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চরফ্যাশন পূর্বে কখনো নোয়াখালী কখনো বরিশাল আবার কখনো বা পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাথে সংযুক্ত ছিল। বর্তমানে চরফ্যাশন এর ভৌগোলিক অবস্থান পূর্বে এমন ছিল না। এ অঞ্চল ছিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চরের সমন্বয়ে গঠিত একটি এলাকা। তৎকালীন বরিশালের জেলা ম্যাজিষ্ট্রেট এইচ.জে.এইচ ফ্যাশন সাহেব ১৮৮৫-৮৭ সালের দিকে প্রশাসনিক ভাবে এ অঞ্চলের চরগুলির প্রতি দৃষ্টি দেন। তিনি এ এলাকায় একটি বাজার স্থাপন করেন। ফ্যাশন সাহেব চর এলাকায় বাজার স্থাপন করেন বলে মি. ডোনাবানের প্রস্তাবে এ বাজারের নাম হয় চর ফ্যাশন বাজার। পরবর্তীতে এ এলাকার প্রাণকেন্দ্র হয়ে উঠে চরফ্যাশন বাজারটি। পরবর্তীতে এলাকার প্রাণকেন্দ্র চরফ্যাশন বাজারের নাম অনুসারে গোটা এলাকার নাম করণ করা হয় চরফ্যাশন।

🔰১৮৮৫ সালে ভাসমান চরের কিছু অংশ চাষাবাদের যোগ্য হয়ে উঠে। তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় জনবসতি, গড়ে উঠে জনপদ। এরপর তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ‘জি ফ্যাশন’ এর নামানুসারে চরফ্যাশন উপজেলা নামকরণ করা হয়। ১৯০০ সালে অভয় চন্দ্র সেন নামক এক ডেপুটি কালেক্টর আসেন। এ জনমানবশূন্য এলাকায় বসতি স্থাপনের উদ্দেশ্যে অভয় চন্দ্র সেন জনসাধারণের মধ্যে জমি বিতরণ শুরু করেন। চরাঞ্চল হওয়ায় তখন মানুষের এ স্থানে বসবাসের প্রতি অনীহার কারণে তিনি মানুষের মধ্যে জোরপূর্বক জমি বিতরণ করেন। যাকে ডেকে নিয়ে জমি দিয়েছেন তিনি অঢেল সম্পত্তির মালিক হলেন, আর যে কালেক্টরের নিকট যাওয়াকে ভয় পেয়েছেন তিনি সম্পত্তির মালিক থেকে বঞ্চিত ছিলেন। ১৯২০ সালে চরফ্যাশন বাজার গড়ে উঠে। ধীরে ধীরে এ বাজারকে কেন্দ্র করে আধুনিকায়ন ও ক্রমাগত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বর্তমান শহর হিসেবে গড়ে উঠেছে। ১৯৪৮ সালে ভোলা শহর থেকে চরফ্যাশনের সড়ক পথের রাস্তা সম্প্রসারিত হয়। বাজারে সর্বপ্রথম আঃ সোবহান মুন্সীর হোটেল ছিল। তার পর সেখানে ঢাকা হোটেল নামক একটি হোটেল স্থাপিত হয়। বর্তমানে ওই স্থানে ক্যাফে জুয়েল হোটেল ও কামরুল ডিজিটাল ষ্টুডিও রয়েছে। পরবর্তীতে ১৯৯০ সালে চরফ্যাশন পৌরসভা স্থাপিত হলে চরফ্যাশন পৌরশহরের মর্যাদা লাভ করে।

Thanks and keep watching.💕

#bhola #amit #bangladesh #chorfation #travelvlogs #dhakatobhola #vlog #মেঘনানদী #bangladeshvlog

Bangladesh Tour,
Bangladesh vlogs,
Indian in Bangladesh,
Chorfation bhola vlog,
Indian vlogger in Bangladesh,
Indian traveler in Bangladesh,

Комментарии

Информация по комментариям в разработке