নবী নিয়ে অসাধারন বানী পরিবেশন করলেন মজিদ শাহ। নবী না চিনলে/Nobi Na cinle _ লালনগীতি।

Описание к видео নবী নিয়ে অসাধারন বানী পরিবেশন করলেন মজিদ শাহ। নবী না চিনলে/Nobi Na cinle _ লালনগীতি।

নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
যে নবী পারের কান্ডারী
জিন্দা সে চারযুগের উপর,
হায়াতুল মুরসালিন নাম তার
সেই জন্য কয়।।
কোন নবী হইলো ওফাত,
কোন নবী বান্দার হায়াত।
লেহাজ করে জানলে নেহাত
যাবে সংশয়।।
যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধর।
লালন বল, পারের কারো
সাধ যদি হয়।।

Комментарии

Информация по комментариям в разработке