এই গানটি মানুষের প্রকৃতি, দয়া, মানবতা এবং সত্যিকারের মানুষের খোঁজ নিয়ে লেখা একটি গভীর বাংলা বাউল/ফোক গান। গানটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত মানুষ সেই, যিনি ভালোবাসা, সহানুভূতি এবং মানবিকতার সাথে বাঁচে। লেখা, এডিট এবং কপিরাইট শিহাব ইসলাম এর, ভোকাল AI দ্বারা পরিবেশিত।
আপনি যদি আপনার ভাবনা বা অনুভূতিগুলো গান হিসেবে প্রকাশ করতে চান, তাহলে কমেন্টে আমাদের জানান অথবা আপনার ভাবনাগুলো [email protected] এই ইমেইলে পাঠান।
সম্পূর্ণ লিরিক্স:
[INTRO]
ওরে... মানব জনম পাইয়া ভবে, কী করিলাম সাধন?
খুঁজিয়া ফিরি তাঁরে আমি, করিয়া ক্রন্দন...
হায় রে... মানুষ হইয়া মানুষ চেনা, বড়ই তো কঠিন...
বড়ই কঠিন...
[VERSE 1]
কত মুখোশ-পরা মানুষ দেখি, খোদার এই দুনিয়ায়,
আসল মানুষ খুঁজিয়া না পাই, মনটা কেঁদে যায়।
দেখতে মানুষ হলেই কি আর, মানুষ হওয়া যায়?
যদি না থাকে তার অন্তরে, অন্যের তরে মায়া।
কত মুখোশ-পরা মানুষ দেখি, খোদার এই দুনিয়ায়...
[VERSE 2]
বাইরে কত সুন্দর সাজ, ভেতরে মলিন-কালো,
মুখ দেখে কি যায় রে চেনা, কে মন্দ কে ভালো?
হাজার মানুষের এই ভিড়ে, সবাই বড় একা,
স্বার্থের এই হাটে মেলে, শুধু ধোঁকা আর ধোঁকা।
হাসির আড়ালে লুকিয়ে রাখে, গরল ভরা বিষ,
এমন মানুষ চিনতে আমার, কাটে অহর্নিশ।
ওরে, এমন মানুষ চিনতে আমার, কাটে অহর্নিশ...
[CHORUS]
হায় রে মানুষ, মানুষ চেনো, মানুষকে করো দান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, শোনো দিয়া কান।
কই পাবি রে দয়ালের দেখা, যদি না থাকে ইনসান?
হায় রে মানুষ, মানুষ চেনো, মানুষকে করো সম্মান।
[VERSE 3]
আশরাফুল মাখলুকাত বলি, সৃষ্টির সেরা জাত,
সেই মানুষই করছে কেবল, মানুষেতে সংঘাত।
ধর্ম-বর্ণ-গোত্র নিয়ে, গড়লি কত প্রাচীর,
একই খোদার সৃষ্টি সবাই, ভাবলি না একি’r!
রক্তে-মাংসে একই শরীর, একই তো পরাণ,
তবে কেন করিস তোরা, মানুষে অপমান?
ওরে, তবে কেন করিস তোরা, মানুষে অপমান...
[CHORUS (REPEAT)]
হায় রে মানুষ, মানুষ চেনো, মানুষকে করো দান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, শোনো দিয়া কান।
কই পাবি রে দয়ালের দেখা, যদি না থাকে ইনসান?
হায় রে মানুষ, মানুষ চেনো, মানুষকে করো সম্মান।
[VERSE 4]
জীবন নদীর ভাটির টানে, চলছে তরীখানি,
যাবে রে দিন, ফুরাবে বেলা, রবে না জিন্দেগানি।
সোনা-দানা, দালান-কোঠা, রবে সবই পড়ে,
শূন্য হাতে যেতে হবে, মাটির ওই ঘরে।
দুঃখী জনের চোখের জলে, যদি না ভেজে মন,
বৃথা গেল তোর এই জনমে, মানুষের জীবন।
ওরে, বৃথা গেল তোর এই জনমে, মানুষের জীবন...
[VERSE 5]
ও মন রে আমার, ছাড় রে এবার, লাভ-লোকসানের হিসাব,
প্রেম দিয়ে প্রেম কেনা-বেচা, এই তো দুনিয়ার কিতাব।
মসজিদ-মন্দিরে খুঁজিস যারে, হয়ে আছিস দিশেহারা,
দয়াল তোর বসে আছে, মানুষেরই মাঝে, দিয়ে ইশারা।
[VERSE 6]
অন্নহীনের মুখে অন্ন, তুলে দে রে ভাই,
এর চেয়ে বড় ইবাদত, ত্রিভুবনে নাই।
ব্যথিত জনের পাশে থেকে, মুছে দে আঁখি-জল,
তবেই পাবি দয়ালকে তোর, পাবি সাধনার ফল।
কর্ম গুণে অমর হয়, মানুষ এই ভবে,
ভালোবাসার মেলাতে আয়, সবাই মিলে সবে।
ওরে, ভালোবাসার মেলাতে আয়, সবাই মিলে সবে...
[OUTRO]
যাবার বেলায় মরণকালে, একটাই রবে আশা,
মানুষ হয়ে মানুষের তরে, পেয়েছি ভালোবাসা।
কত মুখোশ-পরা মানুষ দেখি, খোদার এই দুনিয়ায়,
আসল মানুষ খুঁজিয়া না পাই, মনটা কেঁদে যায়...
দেখতে মানুষ হলেই কি আর, মানুষ হওয়া যায়...
হায়, মানুষ হওয়া যায়...
#বাংলাগান #BengaliSong #বাউলসঙ্গীত #BaulMusic #মানুষচেনো #KnowHuman #দুঃখসুখেরগান #EmotionalMusic #শিহাবইসলাম #ShihabIslam #মানবতা #Humanity #সঙ্গীতভ্রমণ #SoulfulSong #আত্মচিন্তাভাবনা #SpiritualMusic #প্রেমএবংস্মৃতি #LoveAndMemory #ফোকগান2025 #FolkSong
Информация по комментариям в разработке