পৌষ মেলা ২০২৪। সোনাঝুরি হাটের কাছে দারুন রিসোর্ট। POUSH MELA 2024 । CRISTALLO RESORT SHANTINIKENTAN।

Описание к видео পৌষ মেলা ২০২৪। সোনাঝুরি হাটের কাছে দারুন রিসোর্ট। POUSH MELA 2024 । CRISTALLO RESORT SHANTINIKENTAN।

পৌষ মেলা ২০২৪। সোনাঝুরি হাটের কাছে দারুন রিসোর্ট। POUSH MELA 2024 । CRISTALLO RESORT SHANTINIKENTAN ।

জয়পুর ফরেস্টে আগের দিনটা কাটিয়ে আজ 24th ডিসেম্বর আমরা চললাম শান্তিনিকেতন। যাবার পথে বনলক্ষীতে ঘি, গোবিন্দভোগ চাল, আচার ইত্যাদি কেনাকাটা করলাম। রিসোর্টটি ছিল সোনাঝুরি হাটের একেবারে কাছে - প্রায় ২ মিনিটের হাঁটাপথ। বেশ সুন্দর, বিভিন্ন রংবেরঙের ফুলে সাজানো গোছানো এই রিসোর্ট, ঘরঘুলোও বেশ ভালো। এদের রেস্টুরেন্টটা বেশ cozy , খাবারের গুণমানও ভালো। রিসোর্টে সুইমিং পুল, গার্ডেন, পার্কিং ইত্যাদি রয়েছে। রিসোর্টে চেকিং করেই আমরা চললাম রামশ্যামে লাঞ্চ করতে - এদের veg খালি এক কথায় অসাধারণ - বিশেষ করে ঘি এবং শেষপাতে চাটনি আর নলেন গুড়ের পায়েস। এর পর সোনাঝুরি হাটে একটু ঘোরাঘুরি, টুকটাক কেনাকাটি করে রিসোর্টে এসে ফ্রেশ হয়ে চলে এলাম শান্তিনিকেতনের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী পৌষ মেলা। ছোট বেলা থেকে অনেক নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। হাটের কাছ থেকে দেড়শো টাকায় একটা টোটো ভাড়া করে এলাম পৌষমেলাতে। রাস্তা পুরোটাই নো এন্ট্রি ছিল, তাই ঘুরে আসতে হয়েছে। টোটো থেকে নেমেও অনেকটা হাঁটতে হয়েছে। বিশাল বড়ো এরিয়া জুড়ে এই মেলাটি বসেছে, সবটা পরিক্রম করতে প্রায় ৩ ঘন্টার বেশি সময় লাগবে। খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের ষ্টল, কলাভবনের প্রদর্শনী - সব কিছু ছিল। মেলা থেকে আমরা পিঠেপুলি খেলাম। মেলাতে ঘন্টা দুয়েক থেকে টোটো ধরে রিসোর্টে পৌঁছে ডিনার করলাম।

পরেরদিন সকালে উঠে চললাম কোপাই নদী - লক্ষ্য খেজুর রস আর গুড়। ২ গ্লাস রস খেলাম - দারুন মিষ্টি, ১০ টাকা করে। ঝোলা গুড় নিলাম - ১৫০ টাকা কেজি আর পাটালি ২০০ টাকা। রিসোর্টে ফিরে কমপ্লেমেন্টরি ব্রেকফাস্ট খেলাম। বুফে ব্রেকফাস্ট - অনেক রকম আইটেম, তারমধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল - মটরশুঁটির কচুরি, আলুরদম আর নলেন গুড়ের রসগোল্লা - আনলিমিটেড !! এর পর আমরা রিসোর্টটির পুল আর গার্ডেন এরিয়াতে একটু ঘোরাঘুরি করলাম। ততক্ষনে সোনাঝুরি হাট বসে গিয়েছিলো, সেখানেও একটু গিয়ে ঘুরে এলাম - আদিবাসী গান আর সাথে নৃত্য দেখলাম। এর পর শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে বেলায় সাড়ে এগারোটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কলকাতায় একটা লাঞ্চের নিমন্ত্রন রয়েছে।






SHANTINIKENTAN
POUSHMELA
CHRISTALLO RESORT

Комментарии

Информация по комментариям в разработке