বুড়িগঙ্গার বুকে পাকিস্তান আমলের ভাসমান হোটেল || ৪০ টাকায় রাত যাপন || Floating Hotels in Bangladesh

Описание к видео বুড়িগঙ্গার বুকে পাকিস্তান আমলের ভাসমান হোটেল || ৪০ টাকায় রাত যাপন || Floating Hotels in Bangladesh

গত শতকের সত্তরের দশকে বেশ জমজমাট ছিল ভাসমান এই হোটেলগুলো। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকেই ঢাকা শহরের ভেতরে কোনো মুসলিম হোটেলে খাবার খেতেন না, রাত যাপনও করতেন না। তাই তাঁদের সুবিধার জন্য কিছুসংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে একে একে ৫টি ভাসমান হোটেল তৈরি করেন। হোটেলগুলোর নাম দেয়া হয়, শরীয়তপুর, ফরিদপুর, উমা উজালা ও বুড়িগঙ্গা।
স্বাধীনতার পর সেই হিন্দু মালিকেরা ব্যবসা ছেড়ে চলে যান। পরে এসব ভাসমান হোটেল মুসলমান ব্যবসায়ীদের হাতে চলে যায়।
এককালের খরস্রোতা নদী বুড়িগঙ্গার জলে ভেসে থাকা হোটেলগুলো নাকি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত একদিনের জন্যও বন্ধ হয়ে যায়নি। খুব কম খরচের কারণে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ রাত কাটানো কিংবা বিশ্রামের জন্য ছুটে আসেন এখানে। এমনও বোর্ডার আছেন যারা দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে এখানে থাকছেন। যারা রাজধানীতে দিনে ছোটখাটো ব্যবসা করেন আর রাতে এখানে ঘুমিয়ে পড়েন। আবার গ্রাম থেকে শহরে আসা দরিদ্র মানুষেরাও কয়েকদিনের জন্য আশ্রয় নেন এইসব হোটেলে।


#floating_hotel #cheapest_hotel #Buriganga # ভাসমান_হোটেল

Комментарии

Информация по комментариям в разработке