নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ।। Netrakonaralo
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে শহরের দক্ষিণ কাটলী এলাকার বঙ্গবন্ধু মোড়স্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী আলী উছমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান এবং সদর উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল।
ধারণাপত্র পাঠ করেন সেরার ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আরিফা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান তালুকদার, মেহেরা আক্তার খাতুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কল্পনা ঘোষ, মোঃ ফারুক হোসেন ফকির, স্বাবলম্বীর শিক্ষা ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস, কাউসার পারভীন এবং শাহ মোঃ আসিফ ইসতিয়াক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা একটি দেশের জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাঁরা কেবল পাঠদানই করেন না, বরং নতুন প্রজন্মকে নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আলোকিত, দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মান-মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।”
#বিশ্বশিক্ষকদিবস #TeacherDay2025 #নেত্রকোনা #শিক্ষকদিবস #শিক্ষকসম্মাননা
#সেরা_সংস্থা #EducationBangladesh #NetrakonaNews #BangladeshEducation
নেত্রকোণার আলো - সময়ের সাথে, আপনার পাশে
"নেত্রকোণার আলো" ইউটিউব চ্যানেলে দেশ-বিদেশ, রাজনীতি, বিনোদন, খেলাধুলা, সংগীত, সংস্কৃতি, সাক্ষাৎকার, এবং এক্সক্লুসিভ নিউজের আপডেট পাবেন।
Netrakona Alo - Your Trusted Source for News & Updates!
Stay updated with the latest news from Bangladesh and beyond, including politics, entertainment, sports, music, culture, exclusive interviews, and trending stories.
আমরা সর্বদা চেষ্টা করি সত্য ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে। তাই "নেত্রকোণার আলো" চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 🔔 বেল আইকন প্রেস করুন, এবং সত্য সংবাদ ও বিনোদনের সঙ্গেই থাকুন!
📧 যোগাযোগ:
Email : [email protected]
📍 ফেসবুক: www.facebook.com/netrakonaralo
🌐 ওয়েবসাইট: www.netrakona-r-alo.com/
#NetrakonaNews #BangladeshNews #BreakingNewsBD #TrendingBD #ViralVideo #ExclusiveNews #PositiveNetrakona
Информация по комментариям в разработке