ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। মঙ্গলবার মধ্যরাতে থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন আম্পানের কারণে বুধবার (২০ মে) ভোর ৬টা থেকে মহাবিপদ সংকেত দেখানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।
ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশ অভিমুখে এগোলেও এর নামকরণ হয়েছিল আজ থেকে ১৬ বছর আগে।
২০০৪ সালে বিশ্ব আবহাওয়া সংস্থার সভায় আরব সাগর এবং বঙ্গোপসাগরের সাইক্লোনের নামকরণ নিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় সে সময়ই আম্পান নাম তালিকায় যুক্ত হয়।
মূলত তখন এ অঞ্চলের ঝড়ের নাম দেয়া শুরু হয়। এর আগে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন নামে ঝড়কে আখ্যায়িত করত।
অবশ্য ২০০৭ সাল থেকে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত ভাবে নামকরণ শুরু করে আবহাওয়া অধিদপ্তর। ওই বছরের নভেম্বরে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয় সিডর।
সিডরের পর তাণ্ডব চালিয়ে যাওয়া একেরপর এক ঝড়ের নামকরণ হয়- আইলা, মহাসেন, রোয়ানু, মোরা, নার্গিস, ফণী ও বুলবুল ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবারের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে আম্পান।
এবারের নামটি দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় আম্পান অর্থ দৃঢ়তা, স্বাধীন চিত্ত, শক্তি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ২০০৪ সালে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ৬৪টি নামের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকার শেষ নামটি ছিল আম্পান।
ক্রান্তীয় অঞ্চলের ৮টি দেশ মিলে ১৬ বছর আগে এই তালিকা প্রস্তুত করে।
সেই তালিকা শেষ হয়ে যাওয়ায় এবার ১৩টি দেশ মিলিয়ে ১৬৯টি নামের নতুন তালিকা প্রস্তুত করেছে। আম্পান শেষে পরবর্তী সাইক্লোনের নাম ওই তালিকা দিয়েই শুরু হবে।
উল্লেখ্য, পৃথিবীর যে কোনো মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনের নামকরণ করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ৬টি আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএসএমসি)।
বঙ্গোপসাগর এবং আরব সাগরসহ ভারত মহাসাগরের উত্তরভাগে যেসব সাইক্লোন দেখা দেয়, সেগুলোর নামকরণ করে ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। একটি নির্দিষ্ট নীতিমালা মেনে এ নামকরণ হয়।
২০১৪ সালে ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন এবং এসক্যাপের অধীনস্থ আটটি দেশ দক্ষিণ এশিয় অঞ্চলের সাইক্লোনের নামকরণ করে। দেশগুলো হলো, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড।
প্রতিটি দেশ তাদের নামের তালিকা পাঠানোর পর তা চূড়ান্ত করে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস (পিটিসি)।
২০১৮ সালে এই দলে প্রবেশ করে আরও পাঁচটি দেশ। সেগুলো হলো, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এদিকে, সোমবার ঘূর্ণিঝড় আম্পানের গতিবিধি ও অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি তার অবস্থান থেকে উত্তর উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরে দিক পরিবর্তন করে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে বুধবার বিকাল কিংবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। গত ১২ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার এগিয়ে এসেছে ঝড়টি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
এ কারণে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Amphan, pronounced as Um pun, means sky. The name was given by Thailand in 2004, years ago.
The name comes from a list by a grouping of countries, World Meteorological Organisation/United Nations Economic and Social Commission for Asia and the Pacific or WMO/ESCAP. The panel, which includes India, Bangladesh, Myanmar, Pakistan, the Maldives, Oman, Sri Lanka and Thailand, names cyclones in the region.
Amphan was the last name on the current list before a new one starts.
The last cyclone was named by Bangladesh Fani which means snake.
Based on suggestions from countries, the group finalised a list of 64 names in 2004 eight names from each country.
In 2018, the WMO/ESCAP expanded to include five more countries, Iran, Qatar, Saudi Arabia, United Arab Emirates and Yemen.
The new list released in April has 169 names of cyclones, a compilation of 13 suggestions each from 13 countries.
According to the Press Information Bureau, the next few cyclones will be named Nisarga (suggested by Bangladesh), Gati (India), Nivar (Iran), Burevi (Maldives), Tauktae (Myanmar) and Yaas (Oman).
In the new list, India has also suggested names like Tej, Murasu, Aag, Vyom, Jhar, Probaho, Neer, Prabhanjan, Ghurni, Ambud, Jaladhi and Vega.
Cyclones that form in every ocean basin across the world are named by the regional specialised meteorological centres and Tropical Cyclone Warning Centres. Names for cyclone are to reduce confusion, make it easier for people to remember and refer to.
Информация по комментариям в разработке