সৌদি আরবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো এই ব্যাক্তি - ভাইরাল ভিডীও

Описание к видео সৌদি আরবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো এই ব্যাক্তি - ভাইরাল ভিডীও

==================================
connect with us :

subscribe : https://goo.gl/s37A4M
Linkedin : https://goo.gl/He8rD4
Google plus : https://goo.gl/CVCfqq
Pinterest : https://goo.gl/SC8XNV
Instagram : https://goo.gl/iNEeG1
Tumblr : https://goo.gl/GVsrTL
Twitter : https://goo.gl/BKdtLK

===================================
বন্ধুরা সৌদিআরব থেকে আসা এই অদ্ভুত ভিডিওটিতে এমন কিছু ঘটে
যা সবাইকে হতবাক করেছে,
সৌদি আরব থেকে আসে এই ভিডিওতে একজন বৃদ্ধ ব্যক্তি কে মৃত্যুর শাস্তি দেওয়ার জন্য খোলা ময়দানে নিয়ে আসা হয়
তখন তার সাথে কি ঘটে তা জানার জন্য সম্পন্ন ভিডিওটি দেখুন
বন্ধুরা যখন আসামীকে শাস্তির দেয়ার জন্য ময়দানে নিয়ে আসা হয় , তখন তার আশেপাশে অনেক মানুষ জড় হয়ে থাকে, এবং সেই পরিস্থিতির সামাল দেয়ার জন্য এবং আসামিকে শাস্তি দেয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য সেখানে পুলিশ ও উপস্থিত থাকে
শাস্তি দেয়ার আগে পুলিশ এই আসামির চোখে একটি কাপড় দিয়ে বেঁধে দেয়

লোকটির শাস্তি দেওয়া হচ্ছে কারণ তিনি একজন মানুষকে খুন করেছিলেন
এবং খুন করার শাস্তি হিসেবে তাকে ময়দানে উপস্থিত করে সবার সামনে দেহ থেকে মাথা আলাদা করা হবে

লোকটিকে শাস্তি দেওয়ার আগে সেখানকার কাজী মৃত ব্যক্তির ওয়ারিশদের কাছে যায় এবং সেই আসামিকে মাফ করে দেয়ার জন্য হেদায়েত দেয়
কারণ ইসলামে কাউকে মাফ করে দেওয়া খুবই মহৎ একটি কাজ যার জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন
কিন্তু মৃত ব্যক্তির সন্তানরা তাকে কোনভাবেই মাফ করতে রাজি নন
তারা জানায় যে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির শাস্তি না হবে আমরা শান্তি পাবো না
তারপর জল্লাদ আসামিকে শাস্তি দেয়ার জন্য সামনে এগোয়
এবং তার তলোয়ার বের করে
ঠিক তখনই মৃত ব্যক্তির ছোট ছেলে তাৎক্ষণাৎ সামনে এগিয়ে আসে এবং হাতের ইশারায় জল্লাদকে থামিয়ে দেয়
এবং আসামির সামনে এসে তাকে বলে যে আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করলাম
মৃত ব্যক্তির ছোট ছেলের এই কথা সেই আসামীর জীবন বাঁচিয়ে দেয়
এভাবেই সেই আসামি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে

যদিও শরীয়তের নিয়ম অনুযায়ী সেই ব্যক্তিকে শাস্তি দেয়া তার জন্য সম্পূর্ণ জায়েজ ছিল
তাতে তার কোন গুনাহ হতো না ,
কিন্তু তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দেয়া হয়
কাউকে মাফ করে দেয়া খুবই মহৎ একটি কাজ ,
আর এই মহৎ কাজ একজন ঈমানদার মুমিন ব্যক্তি ছাড়া আর কারো পক্ষেই সম্ভব হয় না,


For Sponsorship Or any other query
Contact Here: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке