স্টিল ও উডেন সাটার দিয়ে কিভাবে কাজ করা হয়

Описание к видео স্টিল ও উডেন সাটার দিয়ে কিভাবে কাজ করা হয়

আজকের আলোচনার বিষয় : স্টিল সাটার।

আমাদের দেশের নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট করার লক্ষে মূলত আমাদের Civil Engineering Skill Development Program. গ্রুপটি ক্রিয়েট করা ।আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের কে বাস্তব কাজের প্রাথমিক ধারণা দিয়ে তাদেরকে চাকরি উপযোগী করে তোলা।

--- সাটার সাধারণত দুই ধরনের হয় :
#উডেন সাটার
#স্টিল সাটার ।

সাটারিং হচ্ছে অস্থায়ী কোন কাঠামো কংক্রিটের কাজ করার জন্য অবশ্যই সাটারিং দরকার কংক্রিট কে নির্দিষ্ট একটা আকার দেওয়ার জন্য একটি কাঠামো দরকার, সেজন্যই সাটারিং করতে হয়। ঢালাই প্রয়োজনীয় পরিমাণ শক্ত হওয়ার পর এই সাটারিং খুলে ফেলতে হয়। স্টিল সাটারিং একটু ব্যয়বহুল। তবে ইহা একাধিকবার ব্যবহার করা যায় স্টিল শাটার পানি শোষণ করে না। স্টিল শাটার কংক্রিটের ভারবহন ক্ষমতা বেশি নিতে পারে। কাঠ দিয়ে সব দলের সাটারিং করা যায় না। যেমন রাউন্ড কলামের ক্ষেত্রে অবশ্যই স্টিল শাটার দরকার।
আমি আশাকরি ভিডিওটা দেখবেন। আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যকে দেখার সুযোগ করে দিবেন।

ধন্যবাদ সবাইকে।
ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান কবীর
প্রতিষ্ঠাতা
সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

Комментарии

Информация по комментариям в разработке