বর্তমানে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় ১০ ডিরেক্টর: বর্তমানে ফিল্ম দুনিয়ায়, সাউথের বিশাল একটি ক্রেজ চলছে। একসময় মুভি’র কথা আসলেই, আমরা বলিউডের উপর ঝাপিয়ে পরতাম। কিন্তু সময় যতই গড়াচ্ছে, ততই মানুষ বলিউড পেরিয়ে সাউথের দিকে ধাবিত হচ্ছে। এখন অ্যাকশান বলুন, বা রোমান্টিকতা কিংবা থ্রিলার, ভরসার জায়গা হিসেবে সাউথ বিশাল একটা ডিমান্ড ক্রিয়েট করে নিয়েছে। তো সাউথের এই জনপ্রিয়তা কিন্তু এক দিনে আসে নি। একটু একটু করে সাউথ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদেরকে সবাই ডিরেক্টর বলেই চিনি। তো আজকে সাউথের এমন ১০জন ডিরেক্টরকে তুলে ধরা হবে, যারা বর্তমানে টপ ট্রেন্ডিং-এ অবস্থান করছে। চলুন তাদের দেখে নেওয়া যাক।
তেলেগু ইন্ডাস্ট্রিং অসম্ভব শক্তিশালী একজন ডিরেক্টর সুকুমার। ২০০৪ সালে আরিয়া দিয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিরেক্টর, ১৭ বছরে মাত্র ৭টি মুভি উপহার দিয়েছে। অথচ এই ৭টি মুভিই বক্স অফিসে সুপার-ডুপার হিট। রঙ্গস্থালম, নান্নাকু প্রেমাতো, ওয়ান-নেনোকাডাইনের মত মাথানষ্ট করা মুভির নির্মাতা, এবার প্যান ইন্ডিয়াকে টার্টেট করে পুষ্পা নির্মাণ করছেন। ইতোমধ্যে এই মুভির টীজার তেলেগু’র নাম্বার ওয়ান টিজারে পরিণত হয়েছে। সো, তেলেগু থেকে এই পরিচালকও যে পুরো ভারত জয় করতে যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই।
তো কান্নাড়া ইন্ডাস্ট্রির ডিরেক্টর প্রশান্ত নীল কিন্তু ইতোমধ্যে পুরো ভারত জয় করে নিয়েছে। শুধু ভারত বললে ভুল হবে, বাংলাদেশেও তার রেকর্ড সংখ্যক ভক্ত রয়েছে। কেজিএফ ওয়ান দিয়েই তিনি এই অসাধ্য সাধন করেছেন। যার কারণে সাউথ ডিরেক্টর হিসেবে তার ডিমান্ড অনেক হাই। তো এই ডিরেক্টরের পরবর্তী মুভি কেজিএফ টু, ১৬ই জুলাই মুক্তি পাচ্ছে। পাশাপাশি শুরু করেছে সালার নামের আরো একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। তো কেজিএফ টু নিয়ে আপনার আগ্রহ কেমন, কমেন্টে জানানোর অনুরোধ রইল।
এক সময় তালিম ডিরেক্টর শংকরকে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে ডিমান্ডেড ডিরেক্টর ধরা হত। তার হাত ধরেই নির্মিত হয়েছিল, শিবাজি, এন্থিরান, আই-এর মত চোখ ধাধানো সব মুভি। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া তার ক্যারিয়ারে এখনো কোন ফ্লপের দাগ নেই। এরপরও বর্তমানে তিনি লিস্টের দুইয়ে অবস্থান করছে। অথচ ভারতের সবচেয়ে দামী মুভিটি তার অধিনেই নির্মিত হয়। ২০১৮ সালে মুক্তি পাওয়া তার, টুপয়েন্টজিরো নির্মাণে ব্যয় হয়েছিল ৫০০কোটির অধিক। তো এখন তিনি ইন্ডিয়ান টু নিয়ে ভীষন ব্যস্ত।
তো বর্তমানে সাউথ ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিরেক্টর ধরা হয় এসএস. রাজামৌলি’কে। অনেকে আবার পুরো ভারতের নাম্বার ওয়ান ডিরেক্টর হিসেবে উনাকে বিবেচনা করেন। কেনই বা করবে না, মাসালা সিনেমা’কে এই নির্মাতা যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা ভারতের অন্য কেউ কখনো কল্পনাও করে নি। তার নির্মিত ১৩টি মুভিই বক্স অফিসে ব্লকবাস্টার। যার মধ্যে মাগাধিরা, এগা, বাহুবলী সিরিজ-আমাদের মনের মধ্যে এমনভাবে গেথে গেছে, যেখান থেকে চাইলেও আর সরানো সম্ভব নয়। তো এই ডিরেক্টরের নতুন মুভি ত্রিপলআর, বর্তমানে ভারতের মোস্ট এওয়েটেড একটি মুভি। এটির পরেই তিনি মহেশ বাবু’কে নিয়ে তার পরবর্তী প্রজেক্ট শুরু করবেন।
দয়া করে ‘রঙধারা’ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : https://bit.ly/2MioTIC
সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রাখুন।
কপি কিংবা ভুয়া খবর নয়, আসল বিনোদন খবরের জন্য ‘রঙধারা’র উপর বিশ্বাস রাখুন।
বি.দ্র:
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয়/অনিচ্ছাকৃত। সে জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী!
কপিরাইট:
এ ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক কপি করে ওয়েবদুনিয়ায় (ইউটিউব, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট ইত্যাদি) প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। কপিরাইট আইন ১৯৭৬ সালের সেকশন ১০৭ অনুযায়ী তা অপরাধযোগ্যও বটে। সুতরাং ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন!
রঙধারা’ সম্পর্কে:
‘রঙধারা’ চ্যানেলে বিশ্ব সিনেমার সব খবর প্রকাশিত হয়। বিশেষ করে বিশ্বের সেরা সব মুভির খবর রঙধারা প্রকাশ করে থাকে। সেই সাথে ভিউয়ার্সদের আগ্রহ নিয়ে ভিডিও তৈরি করে।
রঙধারার ফেইসবুক পেইজ : / rongdhara
রঙধারা’কে ইমেইল করতে চাইলে : [email protected]
Disclaimer:
Video and Music Disclaimer Under Creative Common | Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#SSRajamouli #Sukumar #PrashanthNeel #Trivikram #Shankar #Pushpa #RRR #KGF2 #Vikram #rongdhara
Информация по комментариям в разработке