মুঘল সাম্রাজ্য | গোড়াপত্তন ও সম্রাট বাবুর | আদ্যোপান্ত | Mughal Empire | Adyopanto

Описание к видео মুঘল সাম্রাজ্য | গোড়াপত্তন ও সম্রাট বাবুর | আদ্যোপান্ত | Mughal Empire | Adyopanto

জহির-উদ-দিন মুহম্মদ বাবুর। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী নাম। যখন অন্যান্য সালতানাত ভারতে স্থায়ী হতে বারবার ব্যার্থ হচ্ছিল তখন বাবরের প্রতিষ্ঠিত সুযোগ্য রাজবংশ তিনশ বছরেরও বেশী সময় রাজক্ত করেছিল। গ্রেট মুঘলরা তাদের রাজনৈতিক , সামরিক এবং শৈল্পিক প্রজ্ঞা দিয়ে সমগ্র ভারতের চেহারাই পালটে দিয়েছিল। মুঘল সমাজ্য বিস্তৃত হয়েছিল প্রায় পুরো ভারতীয় উপমহাদেশেই। উত্তর-পশ্চিমে সিন্ধু অববাহিকা, উত্তরে আফগানিস্তান এবং কাষ্মিরের প্রান্ত থেকে পূর্বে আসাম ও বাংলাদেশের উচ্চ ভূমি এবং দক্ষিণে ডেকান মালভূমির উঁচু অঞ্চল পর্যন্ত ছিল মুঘল সম্রাজ্যের সর্বোচ্চ সীমানা।

তৎকালীন ফারগানা, আজকের উজবেকস্তানের আন্দিজানে ১৪৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারী ভারতের সর্ববৃহৎ রাজবংশের প্রতিষ্ঠাতা বাবুরের জন্ম হয়েছিল। এক আকষ্মাত দুর্ঘটনায় বাবুরের পিতা মৃত্য বরন করলে মাত্র বার বছর বয়সেই রাজ্যের ভার আসে বাবুরের কাঁধে। নানা ষরযন্ত্রে বাবরের পথ বারবার রুদ্ধ হয়েছে। এক সমরখন্দই তাঁকে হারতে হয়েছে তিনবার । শেষমেশ হারিয়েছেন পৈতৃক রাজ্য ফারগানাও। পথে পথে ঘুরতে থাকা বাবুর পরবর্তিতে জয় করেছিলেন দিল্লীর মসনদ। রন কৌশলে, বীর বিক্রমে ভারতের মাটিতে থিতু হয়েছিলেন। তাঁরপর বেচেছিলেন মাত্র চার বছর । কিন্তু এই অল্প সময়েই সৃষ্টি করেগেছেন ঘটনা বহুল কিংবদন্তীর এক জীবন ।

আদ্যোপান্তের আজকের আয়োজনে আজ আমরা জানব মুঘল সম্রাজ্যের গোড়াপত্তন এবং প্রথম মুঘল সম্রাট বাবুর সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке