যখন নীরবে দূরে | Jokhon Nirobe Dure । শহর

Описание к видео যখন নীরবে দূরে | Jokhon Nirobe Dure । শহর

লিরিক্সঃ-

যখন নীরবে দূরে,
দাঁড়াও এসে,
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিঢ়ে
তুমি কি মরিচিকা,
না, ধ্রুবতারা
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা…
যখন রোদেরই কণা,
ধানেরই শীষে,
বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি, ভুলে যাওয়া কবিতারা…

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
কে জানে, কি আবেশে দিশাহারা
---------------------------
সিনেমা- আসা যাওয়ার মাঝে
গান- যখন নীরবে দূরে
ব্যান্ড- শহর

Комментарии

Информация по комментариям в разработке