🔴Live: আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে ৭ জুন নিম্নচাপ আসার সম্ভাবনা ইতিমধ্যে জানিয়ে ছিল ভারতীয় মৌসম ভবন , কিন্তু তার আগেই ৬ জুন ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল আরব সাগরের ঘূর্ণাবর্ত টি, তবে ৭ জুনেই ৩ মাত্রার ঘূর্ণিঝড়ের পরিণত হয়ে আরো গতি বাড়িয়ে উত্তর দিকে যাবার পর উত্তর উত্তরপশ্চিম দিকে এগিয়ে উত্তর উত্তরপূর্ব দিকে এটি ৪ মাত্রার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেয় ১২ জুন, এর সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘন্টায় উঠেছিল, সেটা স্পষ্ট করেছে ভারতীয় মৌসম ভবন, তবে আবহাওয়া দপ্তর অবশেষে জানালো এবার cyclone biparjoy ভারতের গুজরাট ও পাকিস্থানের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূলে আছড়ে পড়লো ১৫ জুন সন্ধ্যায়, ভারী অতিভারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস ছিলো, বহু এলাকা জলমগ্ন হয় ও গাছ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, এখনও সেটার শেষ অংশ নিম্নচাপ হিসাবে রাজস্থান এলাকায় বৃষ্টি ঘটাচ্ছে, এটি উত্তর উত্তরপূর্ব দিকে সরবে আরো। ফলে মধ্য ভারতের কিছু অংশে বৃষ্টি হবে,সাধারণত ১ জুনেই কেরালায় বর্ষা প্রবেশ করে, তবে এবার ৮ জুন অবশেষে কেরালায় বর্ষা প্রবেশ করলো, ১০ জুন উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ হলো, পরিস্থিতি অনুকূল ছিল বলে ১২ জুন তারিখ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ হয়ছে, ফলে উত্তরবঙ্গের জেলায় ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে সঙ্গে লাল সতর্কতা, ইতিমধ্যেই পাহাড়ে ধ্বস ও নদীর জলস্তর বাড়ছে, আসামের অনেক জেলা অতি বৃষ্টিতে বন্যা কবলিত, বাংলাদেশের সুনগঞ্জের অনেক এলাকার মানুষ পানিবন্ধি, এদিকে দক্ষিণবঙ্গে ১৮-২১ জুনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ১২-১৮ জুন পর্যন্ত মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আটকে থাকে, ১৯ জুন তার একটু গতি হবার সম্ভাবনা দেখা দিতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পূর্বদিকের জেলায় বৃষ্টি শুরু হয় রাত থেকেই, ২১ জুনের মধ্যে বর্ষা ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গে হবে ভারী বৃষ্টি বেশকিছু জেলায়, তাপপ্রবাহ থাকবে না, CYCLONE BIPARJOY হলেও CYCLONE TEJ ও Cyclone Hamoon হবে না এখন, Weather today
দেখুন UPDATE FROM IMD ও আলিপুর আবহাওয়া দপ্তর। Weather update today west bengal
🔴👉 আবহাওয়া সামান্য গরম থাকবে পশ্চিমের জেলায় বাংলায় , পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর । তুলনা মূলক অনেকটাই কম গরম থাকলেও অস্বস্তি বজায় থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া হুগলী কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায়, রোজ দেখুন ও জানুন ajker abohar khabar.
🔴👉 এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিনা বায়ু এখনও খুবই অল্প করে জলীয়বাষ্প প্রবেশ করাচ্ছে, এরফলে (যদিও অনুমান) সম্ভবত ঝাড়খণ্ড উড়িষ্যা বা পশ্চিমবাংলার কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ হতে পারে এছাড়া শিলাবৃষ্টি সম্ভাবনা কমে গেছে, কালবৈশাখী চান্স নেই, তবে তাপপ্রবাহ চলে যাচ্ছে, কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা অনেক কমেছে এখন বিকেল থেকে সন্ধ্যায়, ভারী বৃষ্টি হবার সম্ভাবনা তৈরি হবে জেলায় জেলায়, তাই গরম কমবে দুই বাংলায়, মেঘ উঠলে বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে কিছু সময়ের, তবুও দেখুন আজ দুই বাংলার কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে(যদি থাকে), বর্ষা এবছর কখন হতে পারে, কখন বর্ষা শুরু হবে ২০২৩ এ, চাষী ও জেলেদের জন্য কবে থেকে কোথায় সতর্কতা, আজকের আবহাওয়া ও আগামী কয়েকদিন কেমন যাবে, কবে কখন আকাশ পরিষ্কার থাকবে বাংলায় জেনে নিতে পারেন এই ভিডিও থেকে।
👉 নিচের লিখনে নজর দিন:-
NB: আপডেট এখনও পরিবর্তন হতে পারে, এটি কোনো ফাইনাল আপডেট নয়, এটি আজ ২৩ জুন শুক্রবার ২০২৩ ECMWF মডেল অনুযায়ী একটি সম্ভাবনা, আপনাদের অবগত ও সতর্ক (যদি কিছু থাকে) করার জন্য একটি প্রচেষ্টা মাত্র। আরো আপডেট আসবে সেগুলো নিয়মিত জেনে যাবেন। আপনি চ্যানেলের সঙ্গে থাকুন নজর রাখুন প্রয়জনে সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করে সতর্ক করুন যদি উপযুক্ত মনে করেন। আপডেট ভাল লাগলে একটি লাইক করে অনুপ্রাণিত করবেন।
এছাড়া নিয়মিত দেখুন পশ্চিমবঙ্গ ও বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের আবহাওয়ার খবর লাইভ।
Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️ ভাল থাকবেন ও ভাল রাখবেন।
#khaborbangla #weather #cyclone #ঘূর্ণিঝড় #CycloneBiparjoy
Информация по комментариям в разработке