সিগাটোকা ও ফেটে যাওয়া | কলা গাছের রোগ ও প্রতিকার l পর্ব ২ l Sigatoka.

Описание к видео সিগাটোকা ও ফেটে যাওয়া | কলা গাছের রোগ ও প্রতিকার l পর্ব ২ l Sigatoka.

কলা গাছের রোগ ও প্রতিকার l পর্ব ২ l সিগাটোকা ও ফেটে যাওয়া | Sigatoka |
মাইকসফ্যারেল্লা মিউসিকোলা নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়।প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে। এভাবে একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং তখন পাতা পুড়ে যাওয়ার মত দেখায়। ছত্রাকঘটিত এই রোগের ফলে পুরনো পাতার নীচের দিকে ফিকে হলুদ রঙের লম্বা লম্বা দাগ দেখা যায়। পরে তা ক্রমশ কালচে ধূসর রঙে পরিণত হয় এবং অন্যান্য পাতায় ফল ছোট আকারের হয় এবং গাছের ফলন বহুলাংশে কমে যায়।ও তা ছড়িয়ে পড়ে আক্রান্ত গাছ মারা যায়। জুলাই – ডিসেম্বর অব্দি এই রোগের প্রকোপ দেখা যায়।
প্রতিকার : এ রোগের আক্রমণে আক্রান্ত গাছের পাতা পুড়িয়ে ফেলতে হবে।
আক্রমণের প্রারম্ভে রাসায়নিক ওষুধ ম্যাঙ্কোজেব ৭৫% ডব্লুপি(ইন্দোফিল-৪৫) ২.৫ গ্রাম বা প্রপিকোনাজল২৫% (টিল্ট)বা টেবুকোনাজল ২৫%@ ১.০ মিলি প্রতি লিটার জলে গুলে স্টিকার বা মিশ্রণ সহ গাছের পাতায় ভালো ভাবে ৩ – ৫ বার প্রতি ৭ – ১০ দিন অন্তর স্প্রে করলে এই রোগ নিয়ন্ত্রণ করা যাবে।

আপনাদের প্রশ্ন
কলাগাছের সিগাটোকা রোগ
সিগাটোকা থেকে বাঁচার উপায়
কলাচাষে রোগ ও প্রতিকার
কলা গাছ ফেটে যায় কেনো
কলাচাষে ব্যবহৃত ছত্রাকনাশক ও কীটনাশক

#agriculture #sigatoka #banana

Комментарии

Информация по комментариям в разработке