Rubi Gemstone Benefits & Uses,চুনি রত্নের উপকারীতা এবং ব্যবহার,Astrological Benefits Rubi Stone, Rubi Pathorer Upokarita, Rubi Stone Benefits And price, Burmese Rubi Stone price in Bangladesh,রুবী পাথরের আংটির গুণাগুণ,চুনী বা মানিক পাথরের দাম কত,Natural Mozambique Rubi Stone,Rubi Stone Aunguthi Uses Benefits, Benefits of Rubi Stone, Advantages of Rubi Stone, Bengali Astrologer,চুনির উপকারীতা,Chunir Upokarita,Rubi Ki Kaj kore,How to From Rubi, Birthday Stone Rubi,Best Bengali astrologer,Jyotishi,রুবী পাথর আসল চেনার সহজ উপায় কি,রুবী পাথর ব্যবহার করার নিয়ম,কোন আঙ্গুলে রুবী পাথরের আংটি ধারণ করতে হয়,RubivStone Price in Benefits, Maanik Stone,Star Rubi Stone Benefits,How To Check Original Star Rubi, How To Check Original Pink Sapphire,Pink Rubi,Golapi Rubi,রবিগ্রহের রত্ন,রবি গ্রহের প্রতিকার,Certified Star Rubi
মহান আল্লাহ মানবজীবনের জন্য পৃথিবীতে হাজারো নিয়ামত অর্পিত করেছেন। রাশিরত্ন পাথর তাদের মধ্যে একটি নিয়ামত। এই নিয়ামতের মধ্যে কিছু কিছু রত্ন পাথর অনেক মূল্যবান আবার কিছু কিছু একেবারেই সাধারন। মহান আল্লাহতালা “রুবি পাথরের” নিয়ামতের গুনের কারনে পবিত্র কোরআন শরিফে সূরা “আর-রহমান” এর ৫৮ নং আয়াতে রুবি কে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন বলেছেন —-“রুবি এবং প্রবাল যেন সৌন্দর্যেরই প্রকাশ”
মুহাম্মাদ বাকির মাজলিসি (১৬১৬-১৬৯৮) এর হাদিস থেকে পাওয়া যায়, রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ “সকলের জন্য এই পাথর (রুবি) সব থেকে উপকারী”
আবি আব্দুল্লাহ ইমাম জাফর আসাদ্দিক হতে বর্ণীত “এটা (রুবি) দারিদ্রতা এবং দুশ্চিন্তা দূর করে”।
আল শাখস আল ফাজিল সাহেব আল রাসাইল ব্যাখ্যা করেছেনঃ “রুবি হচ্ছে সকল রত্ন পাথরের মধ্যে শ্রেষ্ঠ। এবং বিশ্বাস করা হয় রত্ন পাথরের মধ্যে রুবি সর্বপ্রথম আল্লাহর তাওহীদ বিশ্বাস করে। এমন কি কথিত আছে যে রুবি ব্যবহারকারীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে রুবি পাথরের রঙ পরিবর্তিত হয়
Ruby Stone or Gemstone Ruby কে বাংলায় আমরা রুবি পাথর বা রত্ন পাথর রুবি বলেই চিনে থাকি। যদিও রুবি পাথরের প্রকৃত বাংলা হচ্ছে চুনি। রুবি পাথরের রঙের মধ্যে কবুতবের রক্তের মত রঙের রুবি সাহসিকতা ও বীরত্বের প্রতিক। আনুমানিক দুইশত বছর পূর্বে ভারত উপমহাদেশে ইসলামিক বিজ্ঞানের মহান সাধক “সাইয়েদি ইব্রাহিম সাইফি” রুবি পাথরের সৃষ্টি সম্পর্কে বলেছেন—-“আদম (আঃ) জান্নাত থেকে পৃথিবীর যে স্থানে অবতরন করেন সেটা ছিল শ্রিলাঙ্কা। তিনি শ্রিলাঙ্কার একটি পাহাড়ের চূড়ায় অবস্থান করেন।তার পবিত্র পায়ের স্পর্শে সৃষ্টি হয় রুবি পাথর”। “মাকতাল আবি আব্দুল্লাহ ইমাম আল হুসাইন” থেকে বর্ণীত—-“১০ মুহাররাম ইমাম হুসাইন (রাঃ) এর শাহাদাতের দিন তার হাতে রুবি পাথরের আংটি পরা ছিল”।
“Tradition of Ahl al Bait” এর থেকে বর্ণীত যে, রুবি পাথর ব্যবহারে দুশ্চিন্তা কমে যায় এবং দুঃসময় কমতে থাকে।
সাইয়েদি ইব্রাহিম সাইফি তার “মারিফাত আল জাওয়াহির” বইতে রুবি পাথরের বিভিন্ন উপকারিতার কথা উল্লখ করেছেন—-
রক্ত স্বল্পতা দূর করে, রক্ত বাহিত রোগ নিরাময় করে এবং রক্ত ক্ষরণ রোধ করে।
হৃদরোগে উপকার করে।
“Ahl al Bait” বই অনুসারে যদি আমরা রুবি পাথরের উপকারে কথা হিসাব করি তাহলে সকল রত্ন পাথর থেকে এর উপকার বেশি হবে।
স্বামী-স্ত্রী এর মধ্যে একান্ত আনন্দের সময় দীর্ঘ করে।
পুরনো জ্বর ভালো করে এবং দুঃস্বপ্ন দূর করে।
আশেপাশের মানুষের মধ্যে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানে সাহায্য করে।
“সাহেব আল কারাতিস আল ইয়ামেনিয়া” এর মতে বিরোধ ও যুদ্ধের সময় নিরাপত্তার জন্য যোদ্ধারা রুবি পাথর ব্যবহার করত। এমনকি আরব যোদ্ধারাও রুবি এমন ভাবে রুবি পাথর ব্যবহার করত যাতে তা শরীর স্পর্শ করে শক্তি ও সম্মান বৃদ্ধি করে।
রুবি পাথর কামসক্তি উদ্দিপ্ত ও দীর্ঘাইত করে।
এটা ব্যবহারে আকর্ষণ করার ক্ষমতা বারে এবং প্রেম ও বন্ধুত্ব বজায় রাখে।
রুবি ব্যবহারে ব্যবহারকারী বিপদের জন্য সতর্ক থাকে।
উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধু মাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী। এখানে কোথাও উল্লেখ নেই যে রত্নপাথর ভাগ্য বদলে দেয়।
জ্যোতিষ শাস্ত্র মতে যাদের সিংহ রাশি ( Leo) July 21- August 20 তাদের রাশির পাথর হচ্ছে রুবি পাথর (Ratno Pathor Ruby)। সাধারণত যে সকল মানুষের কোন কাজ শুরু করার সময় ভালো থাকে কিন্তু শেষে এসে কাজটি নষ্ট হয়ে যায় বা কাজটি থেকে কাংখিত ফলা পাওয়া যায় না তাদের জন্য প্রথম পাথর হচ্ছে রুবি। সূর্যের প্রতিনিধিত্ব করে থাকে রুবি। আর সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাই জীবনে শক্তির প্রভাবে কাজে লাগাতে রুবি পাথরের গুরুত্ব অনেক।
(Benefits of Ruby Stone) রুবি পাথর ব্যবহারে জ্যোতিষশাস্ত্র মতে পাওয়া উপকার গুলো নিম্নরূপঃ
যে সকল মানুষ কাজের শুরুতে খুব আগ্রহ বোধ করে কিন্তু একটু এগিয়ে যাবার পরেই সেই আগ্রহ হারিয়ে ফেলে, ফলে কাজটি হাত ছাড়া হয়ে যায়, সে সকল মানুষের জন্য রুবি পাথর উপকারী।
রুবি পাথর আভিজাত্যর প্রতীক। তাই এ পাথর আভিজাত্য বৃদ্ধি করার পাশাপাশি পেশা গত জীবনে, স্থায়ী সম্পদ বৃদ্ধিতে ও সম্মান বৃদ্ধিতে রুবি পাথর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাধারণত যে মানুষের আত্মবিশ্বাস কম তাদের মনের জোর বাড়াতে রুবি পাথরের তুলনা নেই।
রুবি পাথর ব্যবহারে প্রশাসনিক, আঞ্চলিক ও অফিশিয়াল কাজে সাহায্য পাওয়া যায়।
প্রাকৃতিক রুবি পাথর দেখতে লাল বর্ণের যা শখ ও ভালোবাসার প্রতীক। রুবি পাথরকে ভালোবাসার উপহার বলা হয়।
রুবি পাথর ব্যবহারে মানুষের দ্বিধা কমে আসে, দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এবং যে কোন কাজে লক্ষ্য স্থির করতে সাহায্য করে।
☎️☎️ +88754556962 Whatsapp & imo
☎️☎️ +8801683553415 Whatsapp & imo
🎇🎇 FACEBOOK
https://www.facebook.com/profile.php?...
🎇🎇 PAGE
/ jaynul.ahmeed
Информация по комментариям в разработке