নতুন রূপে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর | BANGLADESH AIR FORCE MUSEUM DHAKA

Описание к видео নতুন রূপে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর | BANGLADESH AIR FORCE MUSEUM DHAKA

"দেখবো পৃথিবী ঘুরবো বেশ,
কিন্তু সবার আগে আমার দেশ বাংলাদেশ"।
বাংলাদেশ ঘুরার ধারাবাহিকতায় এবার গিয়েছিলাম রাজধানী ঢাকার আগারগাওয়ে অবস্থিত "বিমান বাহিনী জাদুঘরে"। আজকের এই ভিডিওতে বিমানবাহিনী জাদুঘরে কিভাবে যাবেন, জাদুঘরের প্রবেশ ফি, দর্শনার্থীদের জন্য কখন খোলা থাকে এবং বিমানবাহিনী জাদুঘরের আদ্দোপান্ত।
আমরা জানি ঢাকায় বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জায়গার বেশ অভাব। তাই বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য বিমান বাহিনী জাদুঘর হতে পারে আদর্শ স্থান। কোন এক ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন বিমানবাহিনী জাদুঘরে। আশা রাখি বাচ্চারা খুব উপভোগ করবে।

Комментарии

Информация по комментариям в разработке