হিন্দু ধর্মগ্রন্থ সম্পূর্ণ সপ্তকান্ড রামায়ণ Ramayan in Bengali রামায়ণ বাংলা ভাষায় Ramayan Bangla

Описание к видео হিন্দু ধর্মগ্রন্থ সম্পূর্ণ সপ্তকান্ড রামায়ণ Ramayan in Bengali রামায়ণ বাংলা ভাষায় Ramayan Bangla

Visit to our another Channel Roy`s Cooking :    / @royscooking  
Facebook :   / itihaseritikatha  
For contact to me : [email protected]
#ItihaserItikatha
সপ্তকান্ড রামায়ণ বাগধারা, অদ্ভুত রামায়ণ, বাংলা ভাষায় রামায়ণ, হিন্দি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, সম্পূর্ণ রামায়ণ, রামায়ণ বাংলা অনুবাদ pdf, রামায়ণ কৃত্তিবাস ওঝা pdf, বাংলা রামায়ণ বাংলা রামায়ন, বাংলা ভাষায় রামায়ণ, রামায়ণ সিরিয়াল, লব কুশ রামায়ণ, রামায়ণের সাতটি কান্ডের নাম, রামায়ণ গান, রামায়ণ মুভি, কৃত্তিবাসী রামায়ণ, রামায়ণ বাংলা ভাষায়, ramayan bangla, ধর্ম কি। ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের প্রতিযোগিতা। ধর্মগ্রন্থের নাম | হিন্দু ধর্মগ্রন্থের নাম কি | ধর্মগ্রন্থ কি | উপনিষদ | বেদ ধর্মগ্রন্থ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ হিন্দু | মহাভারত | দস্যু রত্নাকর | কৃত্তিবাসী রামায়ণ | | প্রাচীন সংস্কৃত মহাকাব্য | বাল্মীকি | রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি বাল্মীকি প্রাচীন ভারতের মহান ঋষিদের মধ্যে অন্যতম | রামায়ণের আদিকাণ্ড | Indian Mythology | The Story of Ramayana | RAMAYAN ER ADIKANDO | ramayan adi kando | bangla ramayan gaan | ayodhya kand in bengali । RAMAYAN- ORONNO KANDO | বাল্য কান্ড; অযোধ্যা কান্ড; অরণ্য কান্ড; কিস্কিন্ধা কান্ড; সুন্দর কাণ্ড; যুদ্ধ কান্ড; উত্তর কান্ড | রামায়ণের সাতটি কান্ড কি কি, রামায়নের ৭ কান্ডের নাম, লব কুশের জন্ম, রামায়ণের সপ্তম কান্ড, কিশকিন্ধা কান্ড রামায়ণ, রামায়নের কয়টি কান্ড আছে, কিষ্কিন্ধ্যা কান্ড, সম্পূর্ণ রামায়ণ, সীতার বনবাস, হনুমান, লক্ষ্মণ, রাবণ – লঙ্কার রাক্ষসরাজা, দশরথ, অযোধ্যার রাজা, ভরত – দশরথের পুত্র, শত্রুঘ্ন – দশরথ ও সুমিত্রার পুত্র, রামের বংশ তালিকা, কৃত্তিবাসী রামায়ণ, রামের মৃত্যু, রামায়ণ গান, সীতার অভিশাপ, লব কুশ রামায়ণ | রামায়ণের সীতার পাতাল প্রবেশ | রাম রাবণের যুদ্ধ রামায়ণ | হনুমানের লঙ্কা দহন | বিভীষণের প্রতি মেঘনাদ | বিভীষণ | রাবণ লঙ্কার রাজা | বালি ও সুগ্রীব | রাম – এই উপাখ্যানের নায়ক। বিষ্ণুর সপ্তম অবতার রাম ছিলেন রাজা দশরথ ও তার জ্যেষ্ঠা মহিষী কৌশল্যার জ্যৈষ্ঠ ও প্রিয়তম পুত্র। রামায়ণে রামকে মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বগুণের আধার বলে অভিহিত করা হয়েছে। দ্বিতীয়া স্ত্রী কৈকেয়ীর চক্রান্তে দশরথ রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হন। রামও পিতার আজ্ঞা শিরোধার্য করে বনবাসে গমন করেন। সীতা – রামের প্রিয়তমা পত্নী এবং রাজা জনকের পালিতা কন্যা। সীতার অপর নাম জানকী। তিনি বিষ্ণুপত্নী দেবী লক্ষ্মীর অবতার। রামায়ণে তাকে নারীজাতির আদর্শস্থানীয়া বলে বর্ণনা করা হয়েছে। তিনি স্বামীর সঙ্গে বনবাসে গমন করেন। রাবণ তাকে অপহরণ করে লঙ্কায় বন্দী করে রাখেন। রাম রাবণকে পরাজিত করে তাকে উদ্ধার করেন। পরবর্তীকালে তিনি রামের দুই যমজ পুত্র লব ও কুশের জন্ম দেন। হনুমান – কিষ্কিন্ধ্যা রাজ্যের এক বানর। তিনি শিবের (একাদশ রুদ্র) অবতার এবং রামের আদর্শ ভক্ত। তার পিতা বানররাজ কেশরী ও মাতা অঞ্জনা। সীতার অবস্থান নির্ণয় ও উদ্ধার তথা লঙ্কার যুদ্ধে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। লক্ষ্মণ – রামের ভ্রাতা। সুমিত্রার পুত্র। তিনি স্বেচ্ছায় রাম ও সীতার সঙ্গে বনবাসে গমন করেন ও সেখানে তাদের রক্ষা করে চলেন। লক্ষ্মণ ছিলেন বিষ্ণুর সহচর শেষনাগের অবতার। মারীচের ছলনায় রামের বিপদাশঙ্কায় তিনি সীতাকে একাকী ফেলে যেতে বাধ্য হন। সেই সুযোগে রাবণ সীতাকে অপহরণ করেন। রাবণ – লঙ্কার রাক্ষসরাজা। দশ হাজার বছর কঠোর তপস্যা করে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করেন যে কোনো দেব, দানব বা ভৌতিক জীব তাকে বধ করতে পারবেন না। তিনি ছিলেন এক শক্তিশালী রাক্ষসরাজা। ঋষিদের উপর অত্যাচার চালিয়ে করে তিনি বিশেষ আমোদ অনুভব করতেন। ব্রহ্মার বরদানকে এড়িয়ে তাকে হত্যা করার জন্য বিষ্ণুকে মানব রূপে জন্মগ্রহণ করতে হয়। দশরথ – অযোধ্যার রাজা ও রামের পিতা। তার তিন পত্নী: কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা এবং রাম ব্যতীত অপর তিন পুত্র: ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দশরথের প্রিয়তমা পত্নী কৈকেয়ী তাকে বাধ্য করেন রামকে চোদ্দো বছরের জন্য বনবাসে পাঠিয়ে ভরতকে যুবরাজ ঘোষণা করতে। রাম বনে গেলে পুত্রশোকে দশরথের মৃত্যু হয়। ভরত – দশরথের পুত্র। যখন তিনি জানতে পারেন যে রামকে বনে পাঠানোর প্রধান চক্রী তার মা এবং তারই জন্য পুত্রশোকে পিতার মৃত্যু হয়েছে, তখন তিনি ঘৃণাভরে রাজপদ প্রত্যাখ্যান করে রামের অনুসন্ধানে বাহির হন। কিন্তু রাম প্রত্যাবর্তনে অসম্মত হলে, তিনি রামের পাদুকা(খড়ম) দুখানি চেয়ে নেন। সেই খড়ম দুটি সিংহাসনে স্থাপন করে পরবর্তী চোদ্দো বছর রামের নামে অযোধ্যা শাসন করেছিলেন ভরত। শত্রুঘ্ন – দশরথ ও সুমিত্রার পুত্র। তিনি রামের কনিষ্ঠ ও লক্ষ্মণের যমজ ভ্রাতা এবং শ্রুতকীর্তির পতি । রামায়ণ সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত। যথা: আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড। এই সপ্তকাণ্ডে রামের জীবনকথা কালানুক্রমিকভাবে বর্ণিত হয়েছে। আদিকাণ্ড-এ বর্ণিত হয়েছে রামের জন্ম, শৈশব ও সীতার সহিত বিবাহের কথা অযোধ্যাকাণ্ড-এ বর্ণিত হয়েছে রামের রাজ্যাভিষেক প্রস্তুতি ও তার বনগমনের কথা;তৃতীয় খণ্ড অরণ্যকাণ্ড-এ বর্ণিত হয়েছে রামের বনবাসের কথা ও রাবণ কর্তৃক সীতাহরণের বৃত্তান্ত চতুর্থ খণ্ড কিষ্কিন্ধ্যাকাণ্ড-এ বর্ণিত হয়েছে হনুমান ও রামের মিলন, রামের সহায়তায় বানররাজ বালী হত্যা এবং বালীর কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের কিষ্কিন্ধ্যার রাজ্যাভিষেক; পঞ্চম খণ্ড সুন্দরকাণ্ড-এ বর্ণিত হয়েছে হনুমানের বীরত্বগাথা, তার লঙ্কাগমন ও সীতার সহিত সাক্ষাতের কথা রাম ও রাবণের যুদ্ধ বর্ণিত হয়েছে ষষ্ঠ খণ্ড লঙ্কাকাণ্ড-এ; সর্বশেষ খণ্ড উত্তরকাণ্ড-এর মূল উপজীব্য রাম ও সীতার পুত্র লব ও কুশের জন্মবৃত্তান্ত, তাদের রাজ্যাভিষেক ও রামের ধরিত্রী ত্যাগ

Комментарии

Информация по комментариям в разработке