Bougainvillea বোগেনভিলিয়া

Описание к видео Bougainvillea বোগেনভিলিয়া

Vocal - Rounak Banerjee
Lyrics - Srijan Bhattacharyya
Composition - Rounak Banerjee,Srijan Bhattacharyya
Guitar - Utsab Talukdar,Argha Mukherjee
Bass Guitar - Utsab Talukdar
Recording & Sound Editing - Arnab Das
Art & Publicity Designing - Sourin Das
Video Editing - Rounak Banerjee

অনেকদিনের ইচ্ছে তোমার
জন্য একটা গান বানাবার
যে গান কখনো কোনো প্রেমিকের ছিল না
যে গান বরষা আদুল বিরহ
অপেক্ষমাণ দিবানিশি সহ
কিছুতে নিস্তরঙ্গ ঠিকানা দিল না

যে রূপকথার নিভৃত যাপন
একরোখা তবু মৃদু আলাপন
চোখের তরণী ভেসে ভেসে গেছে ঢেউ
হারিয়ে গিয়েছি কপর্দকহীন
এলোমেলো মন গোছানো কঠিন
মেঘ করে এলে বাড়ি ফেরে নাকি কেউ

বাতাসের তেজ বাড়লে ধুলোকে
বলে রেখো, চেনা সন্ধেগুলোকে
ডেকে নিতে ভাঙা নাটকের দলঘর
যেখানে যেমন কথা বলা যায়
শহরতলির নীচু রাস্তায়
জল জমে থাকা শরীরে ছায়ার স্বর

সহজিয়া যত মানসচরিতে
হেলানো সময় দালি'র ঘড়িতে
এঁকে রাখা আদিগন্ত স্মৃতির টান
অপরিশোধিত সুখের ব্যালাড
আখরজমিনে বৃথাই খেলার
শর্তগুলোকে ছেড়ে আসি রোজ দান

কে গাছপালাতে আগুন পরালে
নিয়মবিদ্ধ শখের আড়ালে
এক দুই তিন তোমাকেই গুণে যাই
প্রিয় বাজিগর, আমার ধারণা
তুমিও না ছুঁয়ে থাকতে পারো না,
আঙুলে ফেরারী আস্কারা বুনে যাই

তোমার জন্য ঝঞ্ঝাক্ষুব্ধ
সমুদ্দুর, বা বিশ্বযুদ্ধ,
অথবা বোমারু বিমানের জোনাকি -
কেড়ে নেব একরাশ রাঙতায়
মোড়া লতাগাছ ব্যারেলের গায়ে,
লিখে দেব শত বিদ্রোহ, তোমাকে..

রাত্রি রঙের খেয়ালে সাজানো
বোগেনভিলিয়া ফুল বয়ে আনো
গেট খুলে দিলে শব্দ সামান্য হয়..
বাক্স বেহাত বাষ্প ফুরালে
তুমুল ঘুমের নক্সা উড়ালে
আলো আসে আর ভালোবাসে পরাজয়

ভালবাসা হোক, চাহনি তোমার
ইশারাগুলোকে গান বানাবার
যে গান কখনো কোনো প্রেমিকার ছিল না
নতজানু আমি জীবনের কাছে
আদরের দিন আনাচে কানাচে
ছড়িয়ে দিল কে ইন্দ্রজালের শিরোনাম...

নতজানু আমি জীবনের কাছে
আদরের দিন আনাচে কানাচে
রটিয়ে দিল কে ইন্দ্রজালের শিরোনাম...

Комментарии

Информация по комментариям в разработке