প্যাকেজের বিষয়: গণপূর্তে টেন্ডার দুর্নীতি
প্রতিবেদক: সাইদুল ইসলাম
রূপপুরের বালিশ-দুর্নীতির পর, আলোচনায় আসে গণপূর্ত বিভাগের নানা প্রকল্প ও টেন্ডার ডন জিকে শামীম ও সম্রাটের নাম। দুই টেন্ডার মাফিয়ার দাপট এতটাই প্রবল যে, অন্য কেউ টেন্ডার ডকুমেন্ট কেনারই সাহস পেত না। গ্রেফতারের পর জিকে শামীম স্বীকার করেন কাজ পেতে ১৫শ কোটি টাকা কমিশন দিয়েছেন তিনি। এ দপ্তরের দুর্নীতির বিভিন্ন উৎস চিহ্নিত কওে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আর দোষীদেও বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর।
গণপূর্ত অধিদপ্তরে প্রতি বছর উন্নয়ন, রক্ষনাবেক্ষন ও মেরামত কাজে ব্যয় হয় হাজার হাজার কোটি টাকা। এই দপ্তরে আধিপত্য ঠিকাদারদের। সময়ের বাঁকে বাঁকে বদল হয় টেন্ডার ডন। সাম্প্রতিক টেন্ডার ডন যুবলীগ নেতা জি কে শামীম। কল্পকাহীনির মতো নানা ঘটনা উঠে এসেছে গণপূর্ত বিভাগ নিয়ে দেয়া দুদকের তদন্ত প্রতিবেদণে।
গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতির উৎস:
টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন স্তরে দুর্নীতি, যেমন অতিরিক্ত ব্যয়ের প্রাক্কনল, টেন্ডারের তথ্য ফাসঁ, সমঝোতার নামে অনৈতিক সুবিধা নেয়া, নির্মাণ ডিজাইন পরিবর্তন, ব্যবহার, টেন্ডারের শর্তানুযায়ী কাজ না করা ও বুঝে না নেয়া ইত্যাদি
যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার সম্পন্ন না করা
অপছন্দরের ঠিকাদারকে নন রেসপনসিভ করা
অস্বাভাবিক মূল্যে প্রাক্কলন তৈরী
ছোট ছোট প্যাকেজে প্রকল্প প্রণয়ন
টেন্ডারের শর্তানুযায়ী কাজ বাস্তবায়ন না করা
নিম্ন মানের নির্মাণ সমগ্রী ব্যবহার
প্রকল্প প্রণয়ন, তদারকি, বাস্তবায়ন, ও পরিবিক্ষণ কাজে ধীরগতি
প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম
অনাবশ্যক প্রকল্প ব্যয় বৃদ্ধি
স্থাপত্য ও কাঠামগত নকশা চূড়ান্তকরণে বিলম্বসহ দশটি দুর্নীতির উৎস তুলে ধরা হয়।
গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতি প্রতিরোধে ২০ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন।
এগুলোর মধ্যে রয়েছে ই-জিপি টেন্ডার প্রক্রিয়া সার্বিকভাবে বাস্তবায়ন, প্রকল্প নির্বাচনের আগে যথার্থতা যাচাই, অহেতুক সময় বৃদ্ধি না করা, নথি নিষ্পত্তির জণ্য ই-ফাইলিং ব্যববহার নিশ্চিত করা।
গণপূর্ত অধিদফতর থেকে ঠিকাদার হিসেবে জি কে শামীম ৩৭টি দরপত্রে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকার কাজের আদেশ পায়। এর মধ্যে প্রায় ১,৬০০ কোটি টাকার ২৫টি প্রকল্পের কাজ প্রায় শেষ। তবে, বেশির ভাগ প্রকল্পই হস্তান্তর হয়নি। আর চলমান ১২টি প্রল্পের ১,৭০২ কোটি টাকার কাজ শামীম গ্রেফতার হওয়ার পর বন্ধ রয়েছে।
এসব কাজ দেয়ায় কমিশন ভাগাভাগি হয়েছে সাবেক প্রধান দুই প্রকৌশলী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী থেকে সর্বনিন্ম স্তর পযর্ন্ত। তবে এ নিয়ে ভয়ে কেউ মুখ খুলছেন না।
জিকে শামীমের বন্ধ প্রকল্পের ভবিষ্যত কী এমন প্রশ্ন ছিলো প্রধান প্রকৌশলীর কাছে।
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী কাজ বন্ধ রাখা যাবে না।
দুর্নীতি ও অসচ্ছতা, বন্ধ হয়ে গণপূর্ত অধিদপ্তর জনগণের প্রতিষ্ঠান হোক এমন প্রত্যাশা সকলের।
নিরপেক্ষ সংবাদের জন্য একুশে টেলিভিশনের রয়েছে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। প্রতিদিন সকাল ০৯টায়, বেলা ১১টায় সারাদেশের সংবাদ, দুপুর ০১টায়, দুপুর ০২টায়, সন্ধ্যা ০৬টায় চট্টগ্রামের সংবাদ, সন্ধ্যা ০৭টায়, রাত ০৯টায়, রাত ১১টায় এবং মধ্যরাতের সংবাদ রাত ০১টায় প্রচার হয়। ইটিভিতে প্রচারিত সব খবর ইউটিউবের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয়।
একুশে টিভিতে প্রচারিত সব জাতীয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল https://goo.gl/LJdbpT
চ্যানেল পরিচিতি: একুশে টেলিভিশন বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন স্টেশন।
২০০০ সালের ১৪ই এপ্রিল এটি সম্প্রচার কার্যক্রম শুরু করে। টিভি চ্যানেলটির খবরে নতুনত্ব ও অভিনবত্ব থাকার কারণে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে। দেশ বিদেশের সর্বশেষ খবর, নাটক, সিনেমা, ডকুমেন্টারিসহ নানা খবর ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারিত হয় একুশে টেলিভিশনে।
আমাদের ভিডিও আপনাদের ভাল লাগলে কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান। আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যতখুশি শেয়ার করতে পারেন। কিন্তু পুন: আপলোড করবেন না। একুশে টিভির চ্যানেলে আপলোডকৃত সকল কনটেন্টের মালিকানা একুশে টেলিভিশন লিমিটেড। যথাযথ অনুমতি ব্যতিত আমাদের ভিডিওয়ের বেআইনি ব্যবহার দণ্ডনীয়।
Social Media//সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা=======
Website: http://www.ekushey-tv.com/
FB: / ekushey24online
Twitter: / ekushey24online
Pinterest: / etvbddigital
LinkedIn: / etvbd
ইউটিউবে আমাদের অন্যান্য চ্যানেল// Our Youtube Channel=====
ETV: https://goo.gl/SWa5SF
ETV Business: https://goo.gl/u8cKMm
ETV Entertainment: https://goo.gl/uuXFQ1
ETV News: https://goo.gl/wczPrt
ETV TalkShow: https://goo.gl/Avd2dc
ETV Health: https://goo.gl/Lnwhd2
ETV Tech: https://goo.gl/tu2DsL
ETV Religion: https://goo.gl/G1KZKh
ETV Drama: https://goo.gl/ZvuE7Z
ETV Sports: https://goo.gl/1EwW8S
ETV Movie: https://goo.gl/ffuvgz
ETV Lifestyle: https://goo.gl/R8d4mW
Ekusher Chokh: https://goo.gl/KwwFmM
Contact//যোগাযোগের ঠিকানা=========
Address: 10 Jahangir Tower, Kawran Bazar Dhaka, Dhaka 1215 Bangladesh
Tel: +8802-8189910-19
Fax: +8802-8189905
Email: [email protected]
Copyright: [email protected]
Информация по комментариям в разработке