আনন্দলোক হাসপাতালের পক্ষে সচেতনতা র‍্যালি

Описание к видео আনন্দলোক হাসপাতালের পক্ষে সচেতনতা র‍্যালি

*আনন্দলোক হাসপাতালের
পক্ষ থেকে সচেতনতা র‍্যালি*
-----------------------------------------
৪এপ্রিল,শিলিগুড়ি: শনিবার সকালে শিলিগুড়ি সেবক রোডে আনন্দলোক হাসপাতাল থেকে স্মাইল টর্চ নিয়ে একটি সচেতনতা র‍্যালি বের করা হয়। মূলত এই র‍্যালির উদ্দেশ্য হল, যে সমস্ত শিশু জন্মগত ঠোঁট ও তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে সেই সমস্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয় এই হাসপাতালের পক্ষ থেকে বলে জানান এই প্রোজেক্টের ডিরেক্টর ডাঃ নীলা ভট্টাচার্য। এদিনের এই র‍্যালি সেবক রোড আনন্দলোক হাসপাতাল থেকে শুরু করে শেষ হয় হিলকাট রোডের আনন্দলোক হাসপাতাল সোনোস্ক্যান গিয়ে। আজকের র‍্যালিতে নেতৃত্বে ছিলেন ডঃ নীলা ভট্টাচার্য (প্রজেক্ট ডিরেক্টর) দিল্লি থেকে আগত ঈশানি বিশ্বাস, আনন্দলোক হসপিটাল এর পক্ষ থেকে জ্যোতির্ময় দাস(পাকু) প্রমূখ।

Комментарии

Информация по комментариям в разработке