বৈশাখ মাসব্যাপী তুলসীদেবীর সেবায় 1000 1000 গুণ বেশি ফল লাভ করতে পারবে ।
বৈশাখ মাসে অনেকে অশ্বত্থ, তুলসী বৃক্ষে জল দেন। কেন? ঐ মাসে কৃষ্ণভক্তদের কি নিয়ম পালন করা উচিত?
fb id-https://www.facebook.com/profile.php?...
উত্তর : পদ্মপুরাণে বলা হয়েছে, মাসো মাধবো মাধবপ্রিয়ঃ। মাধব (বৈশাখ) মাস হচ্ছে মাধবের (শ্রীকৃষ্ণের) বিশেষ প্রিয় মাস। এই মাসে অশ্বত্থ তুলসী প্রভৃতি পবিত্র বৃক্ষে জল দিলে পবিত্রতা ও ভক্তি লাভ হয়। সংসারে লোক টাকাপয়সা চায়, আধিব্যাধি থেকে মুক্ত হতে চায়, দরিদ্রতা ঘুচাতে চায়, পরিবারের সবার মঙ্গল চায়, সুন্দরভাবে কৃষ্ণসেবা করতে চায়, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, নানাবিধ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চায়। আর পদ্মপুরাণে বৈশাখ-মাহাত্ম্য বর্ণিত হয়েছে—
যশ্চাপি নিঃস্বঃ পুরুষো মাধবে মাসি মাধবম্ ।
পুষ্পাচনবিধানেন পূজয়েন্মধুসূদনম্ ॥
সর্বপাপবিনির্মুক্তঃ পিতৃণাং তারয়েচ্ছতম্।
স জন্মশতসহস্ৰং ন শোকফলভাগ্ ভবেৎ ॥
ন চ ব্যাধিভয়ং তস্য ন দারিদ্র্যং ন বন্ধনম্ ।
স বিষ্ণুভক্তো জায়েত ধন্যো জন্মনি জন্মনি ৷৷
“দরিদ্র লোক যদি বৈশাখমাসে কেবল ফুল দিয়েও শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তা হলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে শত পিতৃকুল পরিত্রাণে সমর্থ হবেন। শত সহস্ৰ জন্ম ব্যাপী শোক দুঃখ তাঁর ঘুচে যাবে। আধিব্যাধি, দরিদ্রতা ও বন্ধন ভয় থেকে মুক্ত হবেন। জন্মে জন্মে কৃষ্ণভক্ত ও ধন্যবাদার্হ হয়ে থাকবেন।”
বৈশাখমাসে নিত্য প্রাতে পবিত্র জলে স্নান, বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন, ব্রত-উপবাস, নিরলসভাবে ভক্ত সেবা, ব্রহ্মচর্য ব্রত পালন, জলদান, আহার্য দান প্রভৃতি মাঙ্গলিক কর্ম সম্পাদনে শ্রীমাধবের বিশেষ কৃপাশীৰ্বাদ লাভ হয়।
বৈশাখী অক্ষয় তৃতীয়া তিথি কি জন্য প্রসিদ্ধা?
উত্তরঃ মৎস্য পুরাণে বলা হয়েছে — বৈশাখ মাসে শুরু তৃতীয়া তিথি হচ্ছে। এই বৈশাখী সত্যযুগের প্রথম দিন। ব্রহ্মলোক থেকে পবিত্রবতী গঙ্গাকে ভগবান পৃথিবীতে এই দিনে অবতারণ করিয়েছিলেন। পদ্মপুরাণে বলা হয়েছে – শুক্লা তৃতীয়া শ্রীহরিপ্রিয়া হেতু লোকে অক্ষয় তৃতীয়া বলে। স্নানে, দানে, অর্চনে, শ্রাদ্ধে, জপে, পিতৃ তর্পণে অক্ষয়া এই তিথিতে যাঁরা যব দ্বারা শ্রীহরির অর্চন করেন, যত্নপূর্বক শ্রাদ্ধ করেন, তাঁরা বৈষ্ণব অতএব ধন্য।
কেন বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলধারা দান কর্তব্য? এক্ষেত্রে বৈশাখ মাসের বিশেষ কোন মাহাত্ম্য আছে কি? বৈশাখ মাসে তুলসীতে জল দান আর অন্যান্য মাসে তুলসীতে জল দানের মধ্যে পার্থক্য কি?
উত্তর : প্রত্যেক মাসে প্রতিদিনই ভক্তগণ সকালে শ্রীকৃষ্ণপ্রিয়া তুলসীরে স্নান করিয়ে এই মন্ত্র বলে থাকেন –
ওঁ গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীং ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তিপ্রদায়িনীম্ ॥
সাধারণত গৃহ বা মন্দির মধ্যে জলটি তুলসী বৃক্ষের মূলে দেওয়া হলেও তুলসীর সর্বাঙ্গে সামান্য ছিটিয়ে দেওয়া হয়। বাগানমধ্যে তুলসীমূলে তো দিতেই হয়, এমনকি রোজ শাখা প্রশাখা পাতায়ও জল সেচন করে ধুয়ে দেওয়া কর্তব্য যাতে বৃক্ষের ক্ষতি না হয়। বৈশাখ মাসটি আমাদের দেশে নিদাঘ কাল। এ সময়ে প্রচণ্ড গরম ও সূর্যের তেজে গাছপালার কোমল পাতা পর্যন্ত ঝলসে যায়। গাছ শুকিয়ে যায়। শ্রীহরির প্রিয় তুলসীতে জলধারা দিয়ে বৃক্ষকে সুস্থ স্নিগ্ধ রাখার প্রথাও পুরাকাল থেকেই চলে আসছে। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে যমরাজের উক্তি-সকল জাতীয় পত্র অপেক্ষা তুলসী হচ্ছে কেশবের প্রিয়। আরও বলা হয়েছে, বৈশাখ মাসের পুণ্যবাসরে অর্থাৎ অক্ষয়তৃতীয়া বা একাদশী প্রভৃতি তিথিতে যারা শ্রীহরিপূজার জন্য তুলসীপত্র সংগ্রহ না করে, তাদের জীবনে, যৌবনে ও অর্থ সঞ্চয়ে ধিক্। কি ইহকাল, কি পরকাল, কোনকালেই তারা সুখ লাভ করতে পারে না। বৈশাখে উত্তপ্ত দিনগুলিতে ভগবানের স্নিগ্ধ চন্দন যাত্রা, সলিলবিহার, নৌকাবিলাস, শালগ্রামের স্নানরত থাকা ইত্যাদি অনুষ্ঠান সম্পাদন করে ভক্তরা ভগবদ কৃপাদৃষ্টি ও পরমানন্দ লাভ করে থাকেন। তুলসীপত্র বিনা ভগবানের পূজা, স্নান, ভোজন, পান হয় না। (তুলসীপাতা দিয়ে অন্য কোনও ব্যক্তির পূজা হয় না, কোন দেবদেবীর পূজা হয় না, একমাত্র শ্রীহরি বা বিষ্ণুতত্ত্বের পূজা করা হয়।) তাই ভক্তরা প্রখর বৈশাখে তুলসীবৃক্ষ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সূক্ষ্ম জলধারা দিয়ে ভক্তিদাত্রী তুলসীর যত্ন করে থাকেন। তুলসী ও শালগ্রামকে জলধারা দিলে হৃদয়ও ভক্তিপ্লুত স্নিগ্ধ সুন্দর হয়।
FacebookWhatsAppCopy LinkPrintFriendlyShare
তুলসী প্রণাম মন্ত্র -
ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ
বিষ্ণুভক্তি প্রদে দেবীঃ সত্যবত্যৈ নমো নমঃ
তুলসী গাছে জল ঢালার জলদান মন্ত্র
(ওঁ) গোবিন্দবল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিনীম ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম
তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী পরিক্রমা মন্ত্র
যানি কানি চ পাপানি ব্রম্ভাহত্যাদিকানি চ ।
তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে
তুলসী চয়ন মন্ত্র বা তুলসী পাতা তোলার মন্ত্র -
ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে
তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র -
চয়নোদ্ভবদুঃখং চ যদ হৃদি তব বরততে
তৎ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমাস্তুতে
বৈশাখ মাসের মাহাত্ম্য
বৈশাখ মাস মাহাত্ম্য
বৈশাখ মাসের নিয়ম
বৈশাখ মাসের মাহাত্ম্য কথা
বৈশাখ মাসের করনীয় নিয়ম
বৈশাখ মাস
বৈশাখ মাসের মাহাত্ম্য 2025
২০২৫ বৈশাখ মাসের মাহাত্ম্য
বৈশাখ মাসের মাহাত্ম্য ২০২৫
বৈশাখ মাসের মাহাত্ম্য 2024
বৈশাখ মাসের মাহাত্ম্য 2021
বৈশাখ মাসের মাহাত্ম্য মহিমা
তুলসী জলদান মাহাত্ম্য
বৈশাখ মাসের একাদশী মাহাত্ম্য
বৈশাখ মাসের মাহাত্ম্য মহিমা 2025
বৈশাখ মাসের মাহাত্ম্য পালনের নিয়ম
বৈশাখ মাসের করণীয় নিয়ম
বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য
Информация по комментариям в разработке