ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু সৌদির || Hajj || Hajji | health Insurance |Bangla News Room

Описание к видео ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু সৌদির || Hajj || Hajji | health Insurance |Bangla News Room

ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সৌদির নাগরিক ও বিদেশি উভয় ওমরাহ যাত্রীরা
সর্বোচ্চ ১ লাখ রিয়াল স্বাস্থ্য বীমা করাতে পারবেন।
বাংলাদেশি মুদ্রায় যা ২৮ লাখ টাকার সমান। সৌদির জাতীয় দৈনিক ওকাজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদন মতে, বীমা করা কোনো যাত্রী যদি ওমরাহ করার সময় অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে বীমার ওই টাকা থেকে তার ভিসার মেয়াদ বাড়ানোসহ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ব্যয় বহন করা হবে।
এছাড়া রোগীর চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য মেডিকেল সামগ্রীর ব্যয়ও মেটানো হবে। বীমা করা যাত্রীদের জন্য মেডিকেল শয্যার সর্বোচ্চ দৈনিক ভাড়া হবে ৬০০ রিয়াল।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, বীমা করা যাত্রীরা জরুরি দন্ত চিকিৎসা (ইমার্জেন্সি ডেন্টাল), সন্তান প্রসব ও সদ্যজাত সন্তানের যত্ন, সড়ক দুর্ঘটনা, জরুরি ডায়ালিসিস সেবাসহ বিভিন্ন চিকিৎসা সেবা ভোগ করবেন।

এছাড়া বীমার আওতায় অসুস্থ যাত্রীরা তাদের সহযোগী হিসেবে বাবা-মা-ভাই-বোন অর্থৎ সরাসরি রক্তসম্পর্কিত যেকোনো একজন আত্মীয়কে সঙ্গে রাখতে পারবেন। তার খরচও আসবে বীমার টাকা থেকে।

এছাড়া ওমরাহ করতে গিয়ে যদি কোনো যাত্রীর মৃত্যু হয়, তাহলে তাকে দেশে পাঠানোর খরচও বহন করা হবে বীমার টাকা থেকে।

Email : [email protected]

Facebook :   / md.sohab.750  

নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথের বেল আইকন টি অন করে দেওয়ার অনুরোধ রইলো

Комментарии

Информация по комментариям в разработке