Shabbir TheNabab realeasing brand new Travel Vlog, সাজেকের চাইতে সুন্দর মিরিঞ্জা ভ্যালিতে ৪০০ টাকায় রাত্রি যাপন | Lama Hill Station | Mirinja Valley
হঠাত করে প্লান ঘুরতে যাবো বাংলাদেশের সবচাইতে সুন্দর আর আকর্ষণীয় জায়গা সাজেক ভ্যালিতে , জ্যোৎস্না বিলাস করব পাহাড়ে, সারা রাত জেগে থাকবো, বলবো কথা আকাশের ঐ মিষ্টি চাঁদের সাথে, সেই ট্যুর প্লান করে বের হয়ে পরি বাসা থেকে । যখন খাগড়াছড়ির বাসে উঠবো ঠিক তখনি শুনতে পেলাম পাহাড়ে বাঙ্গালি আর পাহাড়িদের মধ্যে ব্যপক ঝামেলা চলছে অগ্নি সংযোগ সহ প্রাণহানি নাকি হয়েছে । তখন তৎক্ষণাৎ আমাদের প্লান বি এক্সিকুট করি ।
এমন একটা পাহাড়কে আমারা সিলেক্ট করি যেটা সাজেকের চাইতেও অনেক বেশি সুন্দর এবং এটা বান্দরবনের অনেক গভীরেও না আর খরচও নাগালের মধ্যে । আজকের ভ্রমণ গল্পে আপনাদের, এই ট্যুর প্লান, যেতে বা থাকতে কেমন খরচ, সব কিছু দেখাবো , দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিছ করে ফেলবেন ।
সাজেক ভ্যালি যেরকম কোন রিসোর্ট না, এইটা একটা প্লেস এখানে অনেক গুলি রিসোর্ট আছে । তেমনি এই জায়গার নামও মিরিঞ্জা ভ্যালি । এখানে আছে বিভিন্ন রকমের রিসোর্ট, আমরা উঠেছি এই মিরিঞ্জা ভ্যালির সব চাইতে সুন্দর রিসোর্ট লামা হিল ষ্টেশনে , আর রাত্রি যাপন করেছি এখানকার সব চাইতে ভালো ভিউ আর সৌন্দর্য দেখার মত কটেজে, যেটার নাম মেঘ-বালিকা একটু পরেই সেই মেঘ বালিকা আপনাদের ঘুরে দেখাচ্ছি ।
নদীতে, পুকুরে, সাগরে আবার কখনো কখনো সুইমিং পুলে গোছল করেছি । কিন্তু এবাবে আমারা মাথা নষ্ট করার মত মেঘ পেয়েছি এখানে গিয়ে যেটা আমাদের লাস্ট দারজেলিং ট্যুরে গিয়ে পেয়েছিলাম । আলহামদুলিল্লাহ্ , আল্লাহ্র সৃষ্টি এতো সুন্দর সেটা দেখলেই মনটা ভরে যায় । মনে চায় সব সময় থেকে যাই প্রকৃতির মাঝে ।
এটা হচ্ছে এই রিসোর্টের লবির বেল্কনি যেখান থেকে অনেক সুন্দর দেখা যায় ভিউটা । মেঘ আসলে নিচের দিকটা একদম অন্ধকার লাগে, ছোঁয়া যায় মেঘ এখান থেকে । আবার যদি মেঘ না থাকে তাহলে একদম পরিস্কার দেখা যায় । একটু পরেই হালকা রোড উঠলেই দেখাচ্ছি এখানকার পরিস্কার ভিউ, যেখানে থাকবে না কোন মেঘ দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ ।
আমার কাছে খুব ভালো লেগেছে এই কাচের দেয়াল এ বেষ্টিত ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি প্রকৃতির অদেখা রূপকে নিজের মনে স্থান দিতে পারবেন । বিশ্বাস করেন, সুন্দর যায়গা গুলি শুধু ভিডিও করার নেশায় দেখা থেকে বিরত থাকবেন না । সব চাইতে সুন্দর ক্যামেরা আপনার দুটি চোখ । সেটা দিয়ে দেখুন । আর সব চাইতে সুন্দর ম্যামরি আপনার নিজের ব্রেন শেখানে এই ডাটা গুলি সেভ করে রাখুন আজীবন থেকে যাবে ।
তবে এখানে কিছু বিষয় মাথায় রেখে আসতে হবে, এখানে খুব বেশি ভি আই পি এক্সপেকটেশন নিয়ে আসবেন না । কারণ এটা পাহাড়ের অনেকটা উঁচুতে, এখানে কিছুটা পানির এবং খাবারের সমস্যা । এবং এখানে উঠার জন্য হাঁটার বিকল্প নেই । আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে । প্রকৃতির কোলে উঠতে গেলে এই কুটু কষ্ট আপনাকে মেনে নিয়েই আসতে হবে । তবে এইটুকু বলতে পারি এখানে একবার আসলে দ্বিতীয়বার অবশ্যই আসতে মনে চাইবে ।
*কোন স্থান নোংরা ময়লা করা হতে বিরত থাকবেন।
KeyWord: mirinja valley, মিরিঞ্জা ভ্যালি, mirinja valley lama, mirinja valley camping, mirinja valley travel guide, mirinja valley bandarban, mirinja valley tour, mirinja valley tour cost, dhaka to mirinja valley, mirinja valley lama bandarban, mirinja valley tour plan, mirinja valley bike tour, মিরিঞ্জা ভ্যালি ক্যাম্পিং, মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সবকিছু, mirinja valley distance, Mirinja valley map,
Mirinja valley tourist spot, Mirinja valley resorts,
এই চ্যানেল এর লিঙ্কঃ / @shabbirthenabab
এছাড়া আমাকে ফেইসবুকে ম্যাসেজ করতে পারেন। আমার একাউন্ট ও পেইজের লিংক নিচে রয়েছেঃ
Follow me on Facebook Profile :: / shabbir3g
Follow me on Facebook Page :: / shabbir4g
Follow me on instagram : / shabbir4g
Follow me on Twitter:: / mostafizshabbir
TikTok: / shabbir4g
If you have any issue with the video, Kindly contact me at my email, Based on discussion, I will remove the video if possible ([email protected])
** Disclaimer **
This content is Copyright to Shabbir TheNabab. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Shabbir TheNabab. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You!
#travel #hillstation #camping
Информация по комментариям в разработке