৮/১০ঘন্টা বিদ্যুৎ না থাকলেও গরমের কস্ট দুর করার জন্যে বানিয়ে ফেললাম চার্জার ফ্যান, মাত্র ৪২০০ টাকায়।

Описание к видео ৮/১০ঘন্টা বিদ্যুৎ না থাকলেও গরমের কস্ট দুর করার জন্যে বানিয়ে ফেললাম চার্জার ফ্যান, মাত্র ৪২০০ টাকায়।

বাজারের চার্জার ফ্যানগুলোর দামের তুলনায় চলে খুবই কম তাই নিজেই বানিয়ে ফেললাম চার্জার ফ্যান। চাইলে আপনারাও এমন ভাবে প্যাকেজ তৈরি করপ নিতে পারেন। আমি এই প্যাকেজটি কয়েকদিন ব্যাবহার করে যেমন ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এই ব্যাটারি দিয়ে ফ্যানটি লো পাওয়ারে কমপক্ষে ২৪ ঘন্টা চলবে আমি নিজেই ১২ ঘন্টা চালাইছি তারপরও ৮০% চার্জ ছিলো। এবং হাই পাওয়ারে কমপক্ষে ১০/১২ ঘন্টা চলবে। সাথে লাইটও জ্বালাতে পারবেন।
এবার সম্পূর্ণ প্যাকেজটির দাম বলছি।
ব্যাটারি : ৯ এম্পায়ার ১২ বোল্ড ১৮০০ টাকা।
চার্জার: ১০ এম্পায়ার ১২ বোল্ড ১০০০ টাকা।
ফ্যান : ১২ ইন্চি ১২ বোল্ড ১৪০০ টাকা
টোটাল ৪২০০ টাকা।
ভিডিওটির শেষে ভুলবশত আমি ব্যাটারিটি ১০ এম্পায়ার বলছিন। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
#viralvideo
#blogger
#battery #vlog
#vlogging
#viralvideos
#foryou
#vlogs

Комментарии

Информация по комментариям в разработке