যা চেয়েছি,যা পাবো না | সুনীল গঙ্গোপাধ্যায় | ja cheyechi, ja pabona | ki chao tumi amar kache

Описание к видео যা চেয়েছি,যা পাবো না | সুনীল গঙ্গোপাধ্যায় | ja cheyechi, ja pabona | ki chao tumi amar kache

যা চেয়েছি,যা পাবো না
সুনীল গঙ্গোপাধ্যায়

--কী চাও আমার কাছে?
--কিছু তো চাইনি আমি!
--চাওনি তা ঠিক।তবু কেন
                    এমন ঝড়ের মতো ডাক দাও?
-জানি না।ওদিকে দেখ
          রোদ্দুরে রুপোর মত জল
            তোমার চোখের মতো
                        দূরবর্তী নৌকো
চতুর্দিকে তোমাকেই দ্যাখা
--সত্যি করে বলো।কবি,কী চাও আমার কাছে
--মনে হয় তুমি দেবী
=আমি দেবী নই
-তুমি তো জানো না তুমি কে!
--কে আমি?
-তুমি সরস্বতী।শব্দটির মূল অর্থে
      যদিও মানবী,তাই কাছাকাছি পাওয়া
                 মাঝে মাঝে নারী নামে ডাকি
--হাসি পায় শুনে।যখন যা মনে আসে
                 তাই বলো,ঠিক নয়?
-অনেকটা ঠিক।যখন যা মনে আসে
            কেন মনে আসে?
--কী চাও ,বলো তো সত্যি? কথা ঘুরিইয়ো না
--আশীর্বাদ!
--আশীর্বাদ? আমার,না সত্যি যিনি দেবী
--তুমি তো সেই! টেবিলের ওই পাশে
             ফিকে লাল শাড়ি
             আঙুলে ছোঁয়ানো থুতনি,
            উঠে এস
            আশীর্বাদ দাও,মাথার ওপরে রাখো হাত
             আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
          খিমচে ধরো চুল,আমার কপালে
                 নোখ দিয়ে চিরে দাও
--যথেষ্ট পাগল আছো! আরও হতে চাও বুঝি?
--তোমাকে দেখলেই শুধু এরকম,নয়ত কেমন
                            শান্তশিষ্ট
--না দেখাই ভালো তবে।তাই নয়?
--ভালো-মন্দ জেনে শুনে যদি এ জীবন
            কাটাতুম
         তবে সে জীবন ছিল শালিকের,দোয়েলের
         বনবিড়ালের কিম্বা মহত্মা গান্ধীর
         ইরি ধানে,ধানের পোকায় যে জীবন
--যে জীবন মানুষের?
--আমি কি মানুষ না কি? ছিলাম মানুষ বটে
                             তোমাকে দেখার আগে
--তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে
অনেকক্ষণ চেয়ে থাকো
পলক পড়ে না
কী দেখো অমন করে?
--তোমার ভিতরে তুমি,শাড়ি সজ্জা খুলে ফেললে
               তুমি
               তার আড়ালেও যে তুমি
--সে কি সত্যি আমি? না তোমার নিজের কল্পনা
-শোন খুকি-
-এই মাত্র দেবী বললে-
-একই কথা! কল্পনা আধার যিনি,তিনি দেবী-
                      তুই সেই নীরা
                       তোর কাছে আশীর্বাদ চাই
--সে আর এমন কি শক্ত? এক্ষুনি তা দিতে পারি
--তোমার অনেক আছে,কণা মাত্র দাও
--কী আছে আমার? জানি না তো
--তুমি আছ ,তুমি আছো,এর চেয়ে বড় সত্য নেই
--সিঁড়ির ওপরে সেই দ্যাখা
                তখন তো বলোনি কিছু?
                আমার নিঃসঙ্গ দিন,আমার অবেলা
                    আমারই নিজস্ব--শৈশবের হাওয়া শুধু জানে....
#bangla #poetry #shunil #kobita

Комментарии

Информация по комментариям в разработке