ভাঁড়ারা ইউপি মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত
মোঃ সুলাইমান :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভাঁড়ারা ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভাঁড়ারা নিবাসী শামছুর রহমানের বাড়ির উঠোনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
যিনি কোনও নির্বাচিত প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজ এলাকার শিক্ষা, ধর্ম, অবকাঠামো ও মানবকল্যাণে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
তিনি ১১০ একর জমি দান করে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজ, কারিগরি কলেজ, কৃষি কলেজ, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি অসংখ্য শিক্ষার্থীর জন্য বিনামূল্যে শিক্ষা, শিক্ষাভাতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন।
ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠান উন্নয়নে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওজুখানা ও হেফজখানাসহ প্রায় ১১০টি ধর্মীয় স্থাপনা নির্মাণ করেছেন। একই সঙ্গে মসজিদ, মন্দির ও গির্জাকেন্দ্রিক পাঠাগার প্রতিষ্ঠা করে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ স্থাপন করেছেন।
মানুষের মৌলিক চাহিদা পূরণে শিমুল বিশ্বাস দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য শত শত নলকূপ স্থাপন করে নিরাপদ পানি নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থান তৈরিতে তিনি বিনামূল্যে রিকশা ও মালবাহী ভ্যান বিতরণ করেছেন। বিধবা ও অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে তিনি হাজারো নারীদের মাঝে সেলাই মেশিন ও গাভী প্রদান করেছেন।
যুবসমাজের কর্মসংস্থানে তিনি বিশেষ ভূমিকা রেখে পাবনার হাজারেরও বেশি শিক্ষিত যুবক-যুবতীকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে সহায়তা করেছেন।
স্বাস্থ্যসেবায় তিনি অসংখ্য মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প আয়োজন করেছেন এবং বহু রোগীর অপারেশনের ব্যয়ভার বহন করেছেন। করোনাকালে তিনি খাদ্য, বস্ত্র, ওষুধসহ বিপুল সহায়তা প্রদান করেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন।
পরিবেশ সংরক্ষণে তিনি বিপুল বৃক্ষরোপণ, পলিথিন অপসারণ, ড্রেন নির্মাণ, খাল ও ইছামতি নদীর খনন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন সাধন করেছেন।
এ ছাড়া সড়ক ও জনপদ, স্থানীয় সরকার, কৃষি, সংস্কৃতি, বন ও পরিবেশ, ত্রাণ, খাদ্য, রেলপথসহ বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি পাবনা জেলার সার্বিক সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
প্রধান অতিথি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের সাথে ৩৪ বছর ছিলো। পাবনার মাটিতে তিনবার ভোট হয়েছে। ১৯৭৯ সালে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ ও বিএনপি ত্রিমুখি ভোট করেছে। সেখানে জনগন বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে।
১৯৯৬ সালে এই তিন দল আবার নির্বাচন করেছে। বিএনপির প্রতিদ্বন্দী ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, আওয়ামী লীগের একে খন্দকার ও জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সোবাহান। সেখানেও মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আর সব বারেই বিএনপি কেন্দ্র থেকে জামায়াতে ইসলামীকে সমর্থন করেছে জন্যে বিএনপির ভোটে মাওলানা সোবাহান বিজয়ী হয়েছেন। মাওলানা সোবাহান জীবিত অবস্থায় সমর্থন দিয়েছিলেন যে, আমার পর আমার দলও যেনো ধানের শীষকে সমর্থন দেয়। সৌভাগ্যক্রমে ধানের শীষের সেই প্রার্থী আমি। জামায়াত প্রতিদ্বন্দিতা করছে আমার কোনও অভিযোগ নেই। এবার সরকার গঠন করবে বিএনপি।
সেই বিএনপি সরকারের জাবতীয় সুবিধা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্যে আমাদের পাবনার একজন প্রতিনিধি সংসদে থাকা জরুরি।
ভাঁড়ারা ইউপি মহিলা দলের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা জজ কোর্টের জিপি এ্যাড. আরশেদ আলম।
বক্তারা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর শিক্ষা ও সামাজিক কার্যক্রম, মসজিদ ও মাদ্রাসা নির্মান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়নে সাহায়তা প্রদান, নারী উন্নয়নে আবদান, চাকুরী প্রদান, চিকিৎসা ক্ষেত্রে অবদান, শীত ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, প্রকৃতি ও পরিবেশ উন্নয়নে, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
কর্মীসভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজারী লুৎফুন নাহার, সহ সভাপতি ফারহানা পারভীন, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান,
যুগ্ন সাধারণ সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ,
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মোহসিনা খান সেতু ও পৌর মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান শাহরিয়ার আলম জর্জ, জেলা আইন ছাত্র ফোরামের সদস্য শাম্মি আখতারসহ অত্র এলাকার সকল নারী।
আলোচনা শেষে প্রধান অতিথি এ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান সভানেত্রী শিরিন আক্তারের নাতনী জায়মা আলম। পরে তিনি মাগরিবের নামাজ আদায় করেন, কচিকাঁচা শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশন করেন এবং কয়েকজন অসহায় শিক্ষার্থীকে তৎক্ষণাৎ আর্থিক সহায়তা প্রদান করেন। শেষে তিনি নৈশভোজে অংশগ্রহণ করেন।
সিএনএফ টিভি।
Информация по комментариям в разработке