গাইবান্ধায় মানবতাবাদী দার্শনিক ও বাউল সাধক লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাধুসঙ্গ।
জেলা প্রশাসন, গাইবান্ধা আয়োজিত এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় শহরের ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ “মানব বন্ধন” এ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
সাধুসঙ্গে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বাউল, সাধু ও ভক্তরা অংশ নেন।
এ সময় লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবধর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা হয়।
পরে বাউল শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় লালন গীতি ও আধ্যাত্মিক গান, যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
👉 বক্তারা বলেন, লালন সাঁই ছিলেন জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি।
তাঁর ভাবধারা আজও সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বার্তা জাগিয়ে রাখছে।
📍স্থান: ঘাঘট পাড়, গাইবান্ধা
🎤 আয়োজনে: জেলা প্রশাসন, গাইবান্ধা
🎭 সহযোগিতায়: জেলা শিল্পকলা একাডেমি
#LalonSai #Gaibandha #SadhuSangha #BaulSong #LalonGeeti #BanglaCulture #LalonFestival #LalonDeathAnniversary #Humanism #BanglaNews #CulturalEvent #GaibandhaNews
Lalon Sai, Lalon Fakir, Lalon Shah, Lalon Geeti, Lalon songs, Lalon festival, Lalon tiradhan dibos, Lalon death anniversary, Lalon 135th anniversary, Sadhu Sangha, Baul song, Baul culture, Baul singer, Gaibandha news, Gaibandha event, Bangladesh culture, Bengali folk song, Lalon philosophy, মানবধর্ম, অসাম্প্রদায়িক চেতনা, লালন সাঁই, বাউল গান, সাধুসঙ্গ, গাইবান্ধা, লালন তিরোধান দিবস, Lalon Mela, Lalon Sangeet
Информация по комментариям в разработке