কতো সুন্দর কানাডার মসজিদ ব্যবস্থা - Al-Kareem Mosque in Lac La Biche - Canada - Sayem's World

Описание к видео কতো সুন্দর কানাডার মসজিদ ব্যবস্থা - Al-Kareem Mosque in Lac La Biche - Canada - Sayem's World

#LacLaBiche #OldestMosqueInCanada

বাংলাদেশে পৌরসভা কি জিনিস সেইটা নিশ্চয়ই আমরা বুঝি। কানাডার কাউন্টিকে আমরা বাংলাদেশের পৌরসভার সাথে তুলনা করতে পারি। লাক লা বিশ হল সেই রকমই একটা কাউন্টি।

কাউন্টির এই আল কারিম মসজিদটি হল লাক লা বিশের সব থেকে পুরাতন মসজিদ। আর যদি কানাডার কথা বলি, পুরাতনের দিক থেকে এটা দ্বিতীয় এবং নর্থ আমেরিকার মধ্যে তৃতীয়।

১৯০৬ সালে লাক লা বিশে প্রথম মুসলমান হিসাবে বসবাস শুরু করেন আলেকজান্ডার হ্যামিল্টন। উনি কিন্তু আলী আহমেদ আবাগশ নামেও পরিচিত। উনি একজন লেবানিজ মুসলমান। তারপর আসতে আসতে এখানে প্রচুর মুসলমান বসবাস শুরু করে যাদের অধিকাংশই হল লেবানিজ। তারই সুত্র ধরে ১৯৫৮ সালে এখানে এই মসজিদটি তৈরী হয়। আলহামদুলিল্লাহ।

কানাডার মসজিদগুলো কতো সুন্দর হতে পারে সেইটা আমি এই ঐতিহাসিক মসজিদ দিয়েই বোঝানোর চেষ্টা করবো আজ।

চলুন তাহলে...

Комментарии

Информация по комментариям в разработке