Subscribe to our channel: @ArtificialZoneBangladesh
Audio Available Worldwide.
[অসমাপ্ত শুধু গল্প]
শিরোনামঃ অসমাপ্ত (Version 0.1)
ব্যান্ডঃ আর্টিফিশ্যাল জোন্
অ্যালবামঃ অসমাপ্ত
কথাঃ কুয়াশা
সুরঃ আর্টিফিশ্যাল জোন্
প্রকাশকালঃ ২০২৪
লিরিক্সঃ
.....
এখনো তো বাকি আছে অনেক কিছু, দেখা হয়নি তো কিছুই, কেবল তো হলো কিছু শেষ, এখনো করা হয়নি শেষ থেকের শুরুটা,
জীবন দিয়েছে কত কিছুই, ভয় পেয়েছি, বিলীন হয়েছি, বৃষ্টি দেখেছি কত, মুখোশের আড়ালে দেখেছি কত শত অভিনয়, কল্পনায় করেছি পালন জন্মদিন তোমার, কেন করলে এমন বলবে কখন, তুমি আর আমি থাকতাম বেশ, এখনো খোঁজ চলমান কিছুর, মরিচীকা ও ছিল কল্পনায় কুয়াশার,
পেয়েছি তো অনেক কিছুই, বাকি রয়েছে আরো কিছু, সমাপ্ত হওয়ার আগে সবকিছুই অসমাপ্ত,
যদিও অসমাপ্ত এ অ্যালবাম, তবে কী বাকি আছে আরো কিছু, প্রশ্ন মহাকাল,
এখনো আছে বাকি কিছু বোঝাপড়া জীবনের, আছে কিছু লেখা, যদি হয়ে যায় শেষ সমাজ কী পাবে শিক্ষা,
অসমাপ্ত কিছু কথা, কিছু আবেগ, আর কিছু ভালোবাসা, কিছু ছিল ক্ষত, সেগুলো আজ মৃত প্রায়, শুধু এখন পেট্রোল আর আগুনে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যত বিশ্বাস ঘাতক এ জীবনের, এখন শিরাই-শিরায় রক্তের মিছিল, হৃদয়ে অলিন্দে রাগ আর ঘৃণা প্রবাহ,
লাল রক্ত হয়েছে কালো, চোখ আজ বর্ণহীন, দেহ ঢেকে গেছে নীলের অতলে, হাড়গুলো হয়ে গেছে পাথরের,
অসমাপ্ত হীন ভাবে অপেক্ষা তার, দেখা হবে কোনো একদিন ওই দূর পাহাড়ে কিংবা গহীন সমুদ্রের অতলে,
অভিযানের ফাঁকে অভিমান, ধূসর জীবনকে রঙিন করার এ অভিযান, সব বিপদকে দিয়েছি নিষিদ্ধ পরোয়ানা, ধুলোয় মিশিয়ে দেবো সব শয়তানের প্ররোচনা, শত্রুকে পুড়িয়ে, ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় ছড়িয়ে দিব মৃত দেহের ছাই,
আগুনের প্রতিটি শিখা দহন করবে প্রতিটি কালো আত্মা কে,
আর বৃষ্টির প্রতিটি ফোটা কে বলে দিব আমি তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, তুমি হয়তো জানো না কেউ পারবে না আমাকে আটকাতে, আবার তোমায় আমি ভালোবাসবো, যত বেশি ভালোবাসা যায় তোমাকে,
করবো না আর কখনো সততার বিলাসিতা,
এই বিলাসিতাই ক্ষয় হয়েছে অনেক সততা,
আজ তাই সততাকে দিয়েছি বিদায়,
মৃতদেহ আর কঙ্কালের স্তুপ ডাকবে সমাপ্ত কে,
তখন হবে সব শেষ, শুধু পৃথিবীতে,
কারণ মহাকাল রেখেছে সব কিছুর হিসাব,
......
All Rights Reserved by Artificial Zone.
Stay Connected with Artificial Zone
Social Media:
@ArtificialZoneBangladesh
/ @artificialzonebangladesh
Artificial Zone (C) 2024 Artificial Zone.
#bangladesh
#bandmusic
#banglasong
#rock
#hardrock
#folk
#pop #bangladesh
#bangladeshibanglasong
Информация по комментариям в разработке