ময়মনসিংহে রুপালি বিপ্লব !! মাছ চাষে দেশ সেরা ময়মনসিংহ জেলা !! Mymensingh tops fish culture

Описание к видео ময়মনসিংহে রুপালি বিপ্লব !! মাছ চাষে দেশ সেরা ময়মনসিংহ জেলা !! Mymensingh tops fish culture

দেশের মধ্যে ময়মনসিংহে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে। যার বাজারমূল্য অন্তত ৮ হাজার কোটি টাকা। ময়মনসিংহে জন্যেই যেন মাছে-ভাতে বাঙালির প্রবাদ ফিরে এলো আবারও। একসময় শুধু জেলেরাই খাল-বিল, নদী-নালা কিংবা পুকুরে মাছ শিকার ও মাছ চাষ করতেন। তবে দিন পাল্টেছে, এখন ময়মনসিংহের বেকার যুবকসহ অনেকেই মাছ চাষে যুক্ত। অনেকে মাছের ব্যবসায় সাফল্য পেয়েছেন, হয়েছেন কোটিপতি। বর্তমানে জেলা সদর ছাড়াও ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, ফুলপুর, তারাকান্দা, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর সহ বিস্তীর্ণ এলাকায় হচ্ছে পাঙাশ, তেলাপিয়া, পাবদা, রুই, কাতলা, শিং, মাগুর, কই, ট্যাংরাসহ নানা প্রজাতির মাছের চাষ। আর ময়মনসিংহের জন্যেই বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে তৃতীয় অবস্থান দখল করেছে বাংলাদেশ। মাছ উৎপাদনে কিভাবে দেশ সেরা হয়ে উঠলো ময়মনসিংহ? বছরে কি পরিমাণ মাছ উৎপাদন হয় এ জেলায়? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক…।

Комментарии

Информация по комментариям в разработке