বর্ষায় বাগানবিলাস গাছের যত্ন ও প্রুনিং টিপস, বিভিন্ন ভ্যারাইটির পরিচিতি🥰 #বাগানবিলাস#bogenvilia
আসসালামুআলাইকুম আসা করি সবাই ভালো আছেন, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এ ফুট অন দ্যা ওয়ে, আমি মো: নাজমুল, আজকে আমি আপনাদর দেখাবো বাগান বিলাস গাছ কে এত বর্ষার ভিতরেও কিভাবে পরিচর্যা করবেন, তো এই বর্ষার ভিতোরে বাগানবিলাস এর মেইনরোগ টা হলো গোড়া পচা রোগ, গোড়া পচা রোগ ঠেকাতে হলে আপনাকে যেকোন প্রকার ফাঙ্গিসাইস বা ছত্রাকনাশক অল্প পরিমান পানি তে ঢেলে নিবেন যাতে মিশ্রন টা ঘন হয় এবং গাছে গোড়া তে লেগে থাকে, তাহলেই এটা ভালোমতো কাজ করবে, আমার এই বাগান বিলাস গাছ টা হচ্ছে জুয়েল ভ্যারাইটির গোলাপ কালার এর একটা বাগানবিলাস, এর বৈশিষ্ট্য হচ্ছে এ যখন ফুল দেই তখন তখন ফুল গুলোর সেইপ কিছু টা রঙ্গন এর মতো লাগে,আপনি চাইলেই গিফট হিসেবে ফুল এর বদলে এই টব টাই দিয়ে দিতে পারবেন কারন ফুল এ ভুরপুর এই যুয়েল,এখন যেহেতু আগস্ট মাস পরে গেছে তাই গাছের কাটাই ছাটাই বা প্রুনিং এখন ই করে দেবো কারন ২ মাস পর থেকেই শিতের শুরু ইনশাআল্লাহ , তাই গাছে প্রচুর ফুল পেতে হলে এবং গাছের একটা সুন্দর সেইপ দিতে হলে আপনাকে অবশ্যই কাটাইছাটাই করা জরুরি,যদিও ফুল গুলো কাটতে ইচ্ছে করছিলো না কিন্তু বেশি ফুল নিতে হলে এটা আপানাকে মোনে নিতেই হবে,আর যেখান থেকে গাছের প্রুনিং করবেন যদি পারেন সেখানেও একটু ছাত্রাকনাশক লাগিয়ে দিবেন, যাতে তে ছত্রাক আক্রমন না করতে পারে,
এই ভ্যারাইটি টার নাম হচ্ছে হোয়ায়েট পিংক ভ্যারাইটির একটি বাগানবিলাস, এটাকে বেশি যাত্ন করা হয়নি এবং,ভাবছি বৃষ্টি শেষে একে রিপোটিং করে দিবো ভালো একটি টবে,
২১ যুয়েল ইয়োলো ভ্যারাইটির এই বাগান বিলাশ টা অনেকেই পছন্দ করে, এবং অফ সিজন এও এর ফুল থাকে মোটামুটি, এর ফুল গুলো কাটাইছাটাই করে দিলাম যতে নতুন কুশি বার হয়! এবং গাছ টা আরা ঝোপালো হয়!
This is texas king এই ভ্যরাইটির বাগানবিলাসে গাছ ভরে ফুল আসে, সিজনে এর ফুল সবচাইতে বেশি ফোটে এখন অফ সিজন তাই ফুল ও অল্প তাই একে এখন থেকেই প্রুনিং করে দিলাম যাতে সিজনে একটা ভালো পরিমান ব্লুমিং আসা করতে পারি, এবং ছত্রাক থেকে বাচার জন্য, এর গোড়াই ছত্রাকনাসক পাওডার ও লাগিয়ে দিলাম,আপনি আপনার গাছ কে যেভাবে জত্ন করবেন গাছ ও আপনাকে সেভাবেই ফুল দেবে,
এই বাগান বিলাস ভ্যারাইটির নাম হচ্ছে, চিত্রা ক্রিম এবং এই ভ্যারাইটি টা আমার একটু বেশিই পছন্দ, কারন এর ফুল টা একটু অন্য রকম গাছে এখন ফুল নেই তবে আমার ছবি তোলা ছিলো বাম দিকে যে ফুলের ছবি টা দেখতে পাচ্ছেন এটাই চিত্রা ক্রিম নামের সাথে ফুলের বেশ ভালোই মিল আছে এই বাগান বিলাস টার ফুল তুলনামুলক একটু কম ধরে, এবং সিজনালি ফুল ভালই আসে আলহামদুলি
এরপর আসছে ইয়োলো গোল্ড ভাবছি এটাকে এবার একটু অন্যরকম শেপ দিবো কিন্তু ভুল করে কেটে ফেলেছি কোন ব্যাপার না আরো ভালো একটা শেইপ হবে ইনশাআল্লাহ!
বাগানবিলাশের মধ্যে এই একটা ভ্যারাইটি যেটার নাম৷ আমি জানিনা, একবার ই ফুল এসছিলো অল্প অফ হোয়াইট টাইপের হয়তো বা শুভার কোন একটা ভ্যারাইটি হবে এবার ফুল আসলে ভালোভাবে জেনে নিবো ইনশাআল্লাহ,
another one this is shuvra, এটা আামর খুবই পছন্দের ভ্যরাইটি সুভ্রা হোয়াইট এই গাছ টা এত পরিমান ফুল দেয় এখনো কয়েক টা আছে তবে সিজনে এর পুরোটাই ফুল থাকে, আর আমি এই গাছ টাকে দোতালা বানানোর চেষ্টা করছি কারন নিচে এক ঝাক ফুল আর উপরে একঝাক ফুল বিষয় টা কেমন লাগবে একটু ভাবুন তো,
তবে বৃষ্টি ছেড়ে গেলে গাছগুলোকে নতুন টব এ রিপোটিং করে দেবো ইনশা আল্লাহ,
চিন্তা করবেন না ফুল আসলে আপনাদের আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ!
রিপটিং এর ভিডিও দেখতে চাইলে কমেন্ট জানাতে পারেন পারেন
ভিডিও টি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ!
Информация по комментариям в разработке