শেরপুর : নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা এক জেলা !! যা বাংলাদেশের গর্ব !! Documentary of Sherpur

Описание к видео শেরপুর : নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা এক জেলা !! যা বাংলাদেশের গর্ব !! Documentary of Sherpur

নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা এক জেলা শেরপুর, জেলাটি ছোট হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এ অঞ্চলে রয়েছে নানা ঐতিহ্য ও দর্শনীয় স্থান। সবুজ পাহাড়, টলটলে হ্রদের মাঝে অবকাশকেন্দ্র এমন একটা সময় ছিল, যখন ‘শেরপুর’ বলতে সবাই জানতে চাইতেন, কোন শেরপুর? ময়মনসিংহ, বগুড়া না সিলেটের শেরপুর? কিন্তু এখন সেই দ্বিধার জায়গা অনেকটা পরিষ্কার। গজনী অবকাশকেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক শেরপুরের পরিচিতি বাড়িয়ে দিয়েছে অনেক।
শেরপুর, ভারতের মেঘালয়ের কোল ঘেষা ময়মনসিংহ বিভাগের একটি জেলা। শেরপুর সদর, নালিতাবাড়ী, শ্রীবরদী, নকলা, ঝিনাইগাতী এই ৫টি উপজেলা নিয়ে ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি এটিকে জেলা হিসাবে ঘোষণা করা হয়।
শেরপুর জেলার ইতিহাস ঐতিহ্য ও অর্থনিতি নিয়েই আমাদের আজকের আয়োজন, আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক নাড়ি নক্ষত্র এবং Anik Saha এর অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক।

Комментарии

Информация по комментариям в разработке