ব্রিটিশদের ফেলে যাওয়া বিমানবন্দরের সন্ধানে | ব্রিটিশ আমলের এয়ারপোর্ট | Dhubulia Airstrip India

Описание к видео ব্রিটিশদের ফেলে যাওয়া বিমানবন্দরের সন্ধানে | ব্রিটিশ আমলের এয়ারপোর্ট | Dhubulia Airstrip India

ব্রিটিশদের ফেলে যাওয়া বিমানবন্দরের সন্ধানে | ব্রিটিশ আমলের এয়ারপোর্ট | Dhubulia Airstrip India



১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব, সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতে তখন ব্রিটিশ উপনিবেশ। ২৩ লাখেরও বেশি ঔপনিবেশিক ভারতের জওয়ান অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রাণ হারিয়েছিলেন প্রায় ৮৯ হাজার জওয়ান। ভারতীয় জওয়ানরা উত্তর ও পূর্ব আফ্রিকা অভিযান, পশ্চিমের মরু-অভিযান এবং ইউরোপে অংশ নিয়েছিলেন। তবে জাপানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতেই বেশিরভাগ ভারতীয় জওয়ানকে ব্যবহার করা হয়েছিল সেই সময়। ভারত মহাসাগরের উপরে ভারতের কৌশলগত অবস্থান এবং এর ক্রমাগত অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের ফলে জাপানকে সহজেই প্রতিহত করেছিল ব্রিটিশরা। যুদ্ধের জন্য প্রয়োজনীয় কারখানা ও ফার্মগুলি সচল রাখার জন্য ১৪ মিলিয়ন ভারতীয় শ্রমিক দিনরাত কাজ করেছিলেন। প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছিলেন ইতালিতে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ১৯ বছর থেকে ২২ বছর বয়সের মধ্যে। বন্ধুরা দেখতে দেখতে কত বছর হয়ে গেলো কিন্তু সেই বিশ্বযুদ্ধের স্মৃতি, আজও বহন করে চলেছে আমাদের ভারত তথা পশ্চিম্বঙ্গের বেশ কিছু জায়গা। অবাক হচ্ছেন তাইনা। না অবাক হওয়ার কিছু নেই, আমাদের ঘরের কাছেই রয়েছে নদীয়ার ধুবুলিয়া। যেখানে আজও দেখতে পাওয়া যায় ব্রিটিশদের ফেলে যাওয়া পরিত্যক্ত বিমান ঘাঁটি । যেখান থেকে উড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান
গুলি। বন্ধুরা আজ আমাদের গন্তব্য নদীয়ার ধুবুলিয়া।


dhubulia airport

dhubulia airport history


#dhubulia_airport
#airport
#dhubulia

Комментарии

Информация по комментариям в разработке