শোল মাছের প্রিয় খাদ্য কি। কম খরচে শোল মাছ চাষে লাভ।Call:01781-700794.Snakehead fish feeding
👇 পুকুরে ভালো উন্নতজাতের 💯% ভিয়েতনাম শোল মাছের পোনা লাগলে নিচের নাম্বারে কল করুন ✅
=============================
মা ও মাটি মৎস্য হ্যাচারী
মোঃ রুহল আমিন
মোঃ মাহমুদুল হাসান
মোবাইলঃ 📲
01781700794
01820252059
ঠিকানা, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
===============================
শোল মাছের প্রিয় খাদ্য কি,কম খরচে শোল মাছ চাষে লাভ,শোল মাছের রোগ হলে করণীয় কি,মাছ চাষের সকল তথ্য কেন্দ্র,মা ও মাটি মৎস্য হ্যাচারী,ভিয়েতনাম শোল,শোল মাছ,শোল মাছের খাবার তৈরী,পুকুরে শোল মাছ চাষ,শোল মাছের মিশ্র চাষ,তেলাপিয়া মাছ চাষ,তেলাপিয়া ও শোল মাছ চাষ পদ্বতি,শোল মাছ চাষ,শোল মাছের পোনা,শোল মাছ,শিং মাছের পোনা কোথায় পাওয়া যাবে,ময়মনসিয়ংহ মাছের হ্যাচারি,মাছের পোনা বিক্রয় কেন্দ্র ময়মনসিংহ,roi fish seed market,ময়মনসিংহ বিখ্যাত মাছের পোনা,রেনু পোনার দাম,Fish pona, fish ponar market, fish farming, fish market, pona market,
এই চ্যানেলটিতে সকল খামারী,মাছ চাষী,ও কৃষকদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও প্রচারিত হয়।যা আপনাদের কৃষিজ জীবনকে আরো লাভজনক করে তুলবে...।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।কৃষি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন...
আমাদের ফেইসবুক পেইজের লিংকঃ / maomatifishhatchery
#শোলমাছেরপ্রিয়খাদ্য
#শোলমাছেরখাবারকি
#শোলমাছকিখাবারখায়
#Sholmacherkhabar
#শোলমাছচাষ
#কৃষক_খামারী
#Farming
#fishing
#শোল মাছ _চাষ করা সহজ, ভিয়েতনামি শোল মাছ চাষ করার কিছু ভালো দিক আছে। নেটের ভিতর শোল মাছ চাষ করেও ভালো পরিমানে লাভ করা সম্ভব। Snakehead fish farming is easy. #Snakeheadfishfarming part । local snakehead fish farming part 1. vietnamese snakehead fish farming. vietnamese snakehead fish farming part 1. snakehead fish farming in pond. vietnamese snakehead fish. vietnamese snakehead. snakehead fish fry. snakehead fish fingerlings. snakehead fish fry production. vietnamese snakehead fish fry production. vietnamese snakehead fish fry
পুকুর প্রস্তুতির কৌশল
শোল মাছ যে কোন পুকুরেই চাষ করা সম্ভব। শোল মাছ কে তার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। যে পুকুরে শোল মাছ চাষ করবেন সে পুকুরে কচুরি পানা ও কমলি লতা থাকতে হবে। শোল মাছ আড়ালে থাকতে পছন্দ করে। খেয়াল রাখতে হবে কচুরি পানা যেন পুকুরে ভরে না যায় এজন্য পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরি পানা থাকবে। পুকুরে চার পাশে কমপক্ষে ৫ ফুট উচ্চতা করে জাল দিয়ে বেড়া দিতে হবে। কারন বর্ষার সময় শোল মাছ লাফ দিয়ে পুকুর থেকে বেড় হয়ে যায়।
শোল মাছের পোনা মজুত
আমাদের দেশে বর্তমানে বানিজ্যিক ভাবে শোল মাছ চাষ শুরু হয়েছে। অনেকেই শোল মাছের পোনা উৎপাদন করে বিক্রয় করছে। সে সকল হ্যাচারি থেকে শোল মাছের পোনা সংগ্রহ করা যেতে পারে। তা ছাড়া প্রকিতিক ভাবে শোল মাছের পোনা সংগ্রহের দিকে জোর দিতে । শোল মাছের বৈশাখ মাস প্রজনন মৌসুম শুরু হয়। বৈশাখ মাসের প্রথম দিকে বাচ্চা দিতে থাকে। সে সময়ে খাল-বিল, হাওড়-বাওড়, পুকুরে থেকে সপ্তাখানেক বয়সের বাচ্চা সংগ্রহ করে পুকুর বা চৌবাচ্চায় ছাড়তে হয়। একটি পাপ্ত বয়স্কে শোল মাছ ২.৫- ৩ ফিট পযন্ত লম্বা হয়ে থাকে।
পোনা মাছের উপোযু্ক্ত খাদ্য
পুকুরে শোল মাছের পোনা ছোট অবস্থায় জু প্লাংকটন (প্রানী কনা) খেয়ে জীবন ধারন করে থাকে। ছোট পোনাকে শুঁটকি মাছের গুড়া খেতে দিতে হবে । শুঁটকি মাছের গুড়া হিসাবে চিংড়ি মাছের গুড়া ভালো ভাবে পিশিয়ে দিতে হবে। এভাবে ১৫ দিন খাওয়ালে পোনা গুলো প্রায় ২-৩ ইঞ্চি সাইজ হবে।
আর পোনা যখন ২-৩ ইঞ্চি হবে তখন পোনাকে খাবার হিসেবে কার্প জাতীয় মাছের ধানী পোনা দিতে হবে। পাশা পাশি বাজার থেকে উচ্চমানের প্রেটিন সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে। কার্প জাতীয় ধানী পোনার সাথে ছোট ছোট ব্যাঙ ও ব্যাঙাচি দেওয়া যেতে পারে। শোল মাছ যখন বড় হয়ে যাবে তখন ছোট ছোট মাছ খেতে দিতে হবে। ৬ মাস বয়সে এক একটা শোল মাছের ওজন হবে ৭০০ থেকে ১০০০ গ্রাম পর্যন্ত।
সম্ভাব্য রোগ বালাই
শোল মাছের সে ভাবে কোন রোগ-বালাইদেখা যায় না। তবে শীতকালে শোল মাছে ক্ষত রোগ দেখা যায়। সেই সময়ে পুকুরে বিশেষ যত্ন নিতে হবে এবং একজন মৎস কর্মকতার পরামর্শ নিতে হবে।
(খ) রেডি ফিড বা সম্পুরক খাদ্য দিয়ে চাষ পদ্ধতিঃ-
এই পদ্ধতি বেশি জনপ্রিয় আমাদের দেশে । শতাংশে ৩০০ থেকে ১০০০ টি মাছ দেওয়া যেতে পারে ।সম্পুরক খাদ্য দিয়ে শোল মাছ চাষ করা অন্য মাছ চাস থেকে অনেকটা ভিন্ন। বিশেষ করে খাদ্য ব্যবস্থা, আমরা জানি শোল মাছ রাক্ষুসে মাছ সে অন্য মাছ ও প্রাণী কনা খেয়ে বেচে থাকে।
শোল মাছের পোনার জন্য এক ধরনের প্রাণী কনা (ময়না) চাষ করে পোনা মাছকে খেতে দিতে হয় । এরপরে ময়নার সাথে নার্সারি খাবার দিতে হয়। ধীরে ধীরে সম্পুরক খাবার বাড়িয়ে ময়না কমিয়ে শতভাগ ফিড খাদ্য নির্ভর করতে হয়। ফিড খাদ্যের গুনগত মানের উপর ভিত্তি করে শোল মাছ ৪.৫ থেকে ৬ মাসে বিক্রয়ের উপযোগি হয়ো থাকে। এটি একটি লাভজনক পদ্ধতি।
৩। নিবির পদ্ধতিঃ-
এ পদ্ধতিতে পুকুরে প্রতি শতাংশে ২৫০০ থেকে ৩০০০ টি শোল মাছের পোনা দেওয়া যেতে পারে। খাদ্য ব্যবস্থাপনা সম্পুরক খাদ্যের মতই সমর্ম্পুন বৈজ্ঞানিক প্রযুক্তি গুলো ব্যবহার করে মাছ চাষ করা হয়। খাদ্যের গুনগত মানের উপর ভিত্তি করে শোল মাছ ৫ থেকে ৭ মাসে বিক্রয়ের উপযোগি হয়। বর্তমানে আমাদের দেশে এই পদ্ধতির চাষ নেই।
✓ Cosmic Agro Farm Social Acunt : / @agriculturefarmbd
Информация по комментариям в разработке