দেখুন গরুকে কিভাবে স্যালাইন দেওয়া হয়। গরুকে স্যালাইন দেওয়ার নিয়ম। প্রান্তিক খামারির গরুর অবস্থা।

Описание к видео দেখুন গরুকে কিভাবে স্যালাইন দেওয়া হয়। গরুকে স্যালাইন দেওয়ার নিয়ম। প্রান্তিক খামারির গরুর অবস্থা।

আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
হাঁস-মুরগি পালন গবাদি পশুপাখি পালন এবং বিভিন্ন কৃষি প্রজেক্ট এর ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে।
ভিডিওতে একটি দুর্বল গরুকে স্যালাইন দেওয়া হচ্ছে গরুটির ফুট পয়জনিং এর কারণে পেটের সমস্যা হয়েছে। গরুটিকে সুষম খাদ্য প্রদান করা হয়নি। তাই গরুটি দুর্বল হয়ে পড়েছে। রোগের থেকে রোগ প্রতিরোধ করা উত্তম। তাই পশু পাখিকে নিয়মিত সুষম খাবার দিতে হবে। কৃমির ডোজ নিয়মিত করতে হবে।
এই ভিডিওটি দেখে আপনারা যা জানতে পাবেন তা হচ্ছে গরুকে কিভাবে স্যালাইন দেওয়া হয়, গরুকে স্যালাইন দেওয়ার পদ্ধতি, গরুকে স্যালাইন দেওয়ার সঠিক নিয়ম, স্যালাইনে কি কি প্রয়োগ করা হয় তা দেখতে পাবেন।
পশু পাখির খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে স্যাঁত সাতে রাখা যাবে না। খামার শুকনো থাকলে রোগব্যাধি কম হয়। কৃমির উপদ্রব কম হয়। পশুপাখি থাকতে কমফোর্টেবল ফিল করে। তাই পশুপাখির সুস্বাস্থ্য কামনা করতে হলে খামার পরিছন্নতার দিকে নজর রাখতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке